★আনন্দ-উৎসবে ঈদ★
শাওয়ালের বাঁকা চাঁদে
পবিত্র রমযানের হলো ইতি,
আনন্দে-উৎসবে সবার মুখে
ফুটেছে খুশির হাসি।
নতুন জামা আর পাঞ্জাবীতে
ঈদের জামাতে শরীক হতে
ঈদগাহে সমবেত সবাই,
শিশুদের মুখে বাশির সুরে
মেতে উঠেছে ঈদের আমেজ।
সেমাই আর মিষ্টান্নভোজনে
ঘরে ঘরে নানান আয়োজন,
পাড়া-পড়শির মাঝে
ঈদের ভাব বিনিময়ে
হয়ে উঠে আনন্দ-হাসির
এক নতুন সম্পর্কের বন্ধন।
মনের যত গ্লানি দূর করে
অনন্য খুশির বার্তা নিয়ে
সবার মাঝে এসেছে পবিত্র ঈদ,
এই দিনে;
বয়ে আসুক সবার জীবনে
আগামীর পথ চলার
এক নতুন অঙ্গীকার।
পবিত্র রমযানের হলো ইতি,
আনন্দে-উৎসবে সবার মুখে
ফুটেছে খুশির হাসি।
নতুন জামা আর পাঞ্জাবীতে
ঈদের জামাতে শরীক হতে
ঈদগাহে সমবেত সবাই,
শিশুদের মুখে বাশির সুরে
মেতে উঠেছে ঈদের আমেজ।
সেমাই আর মিষ্টান্নভোজনে
ঘরে ঘরে নানান আয়োজন,
পাড়া-পড়শির মাঝে
ঈদের ভাব বিনিময়ে
হয়ে উঠে আনন্দ-হাসির
এক নতুন সম্পর্কের বন্ধন।
মনের যত গ্লানি দূর করে
অনন্য খুশির বার্তা নিয়ে
সবার মাঝে এসেছে পবিত্র ঈদ,
এই দিনে;
বয়ে আসুক সবার জীবনে
আগামীর পথ চলার
এক নতুন অঙ্গীকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ০২/০৮/২০১৪Eid Mubarak
-
ফাহমিদা ফাম্মী ৩১/০৭/২০১৪ঈদ মোবারক
-
আবু আফজাল মোহাঃ সালেহ ৩১/০৭/২০১৪সুন্দর কবিতা।
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৭/২০১৪ঈদ মোবারক
-
শিমুল শুভ্র ৩০/০৭/২০১৪অসাধারণ কবিতা পাঠে মন ভরে গেলো ।
-
পিয়ালী দত্ত ২৯/০৭/২০১৪ঈদ মোবারক...ভাল থাকুন।