★হাসি-কান্নার ঈদ★ -১০০তম কবিতা
ঈদের খুশিতে হাজারো মানুষ
পাড়ি দিচ্ছে দিবারাত্রি,
জীবনের ঝুঁকি নিয়ে
বাস আর ট্রেনের ছাদে,
আবার লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে
ভ্রমন করছে শত কষ্টে।
শত বাধা-বিপত্তির মুখোমুখি হয়ে
গন্তব্যের উদ্দেশ্যে করছে যাত্রা,
বাসের মুখোমুখি বাস আর
লঞ্চের ডুবে যাওয়ার গত কথায়
অবগত আছে সবাই,
তবুও নাড়িরটানে ঘরমুখো হচ্ছে
জীবনের বাজি রেখে।
কেউ কাটাবে খুশির আনন্দে ঈদ
কেউ বা কান্নার জলে ভেসে,
বিধাতার এই আজব খেলা
বুঝা বড়-ই কঠিন।
হে মহান!
চাওয়া রইলো তোমার কাছে-
জান-মালের হেফাজত করো সবার,
প্রত্যেকের জীবনে আসে যেনো
আনন্দ আর উৎসবের জোয়ার,
কারো জীবনে এই দিনটাকে
করো না আপন হারানো কান্নার।
পাড়ি দিচ্ছে দিবারাত্রি,
জীবনের ঝুঁকি নিয়ে
বাস আর ট্রেনের ছাদে,
আবার লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে
ভ্রমন করছে শত কষ্টে।
শত বাধা-বিপত্তির মুখোমুখি হয়ে
গন্তব্যের উদ্দেশ্যে করছে যাত্রা,
বাসের মুখোমুখি বাস আর
লঞ্চের ডুবে যাওয়ার গত কথায়
অবগত আছে সবাই,
তবুও নাড়িরটানে ঘরমুখো হচ্ছে
জীবনের বাজি রেখে।
কেউ কাটাবে খুশির আনন্দে ঈদ
কেউ বা কান্নার জলে ভেসে,
বিধাতার এই আজব খেলা
বুঝা বড়-ই কঠিন।
হে মহান!
চাওয়া রইলো তোমার কাছে-
জান-মালের হেফাজত করো সবার,
প্রত্যেকের জীবনে আসে যেনো
আনন্দ আর উৎসবের জোয়ার,
কারো জীবনে এই দিনটাকে
করো না আপন হারানো কান্নার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৯/০৭/২০১৪
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৭/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
আসগার এইচ পারভেজ ২৬/০৭/২০১৪ঈদ মোবারক কবি বন্ধু....
এর শুভেচ্ছা ।