www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★নতুন জীবন★

উড়ছি আমি নীল আকাশে
পাখির ডানায় চড়ে,
মনটা যে আজ বড়-ই খুশি
প্রিয়া আসবে ঘরে।

হৃদয় নামের ডায়েরিখানায়
নামটি যে তার লিখা,
জন্ম যে আমার এই ভুবনে
পাবো বলে তার দেখা।

সে যে আমার জীবন-মরন
হৃদয়ের মহারাণী,
প্রেমের যুদ্ধ অনেক করেছি
তবু হারতে শিখিনি।

সাত বছরের দৃঢ় বন্ধনে
এসেছিলো বহু ঝড়,
বিশ্বাসের এই ভালোবাসায়
হইনি আমরা পর।

রঙিন সাজে সাজাবো এবার
নতুন জীবন-সংসার,
সুখের সাগরে ভাসবো দু'জন
হারিয়ে শত অহংকার।

এ বন্ধন যেন অটুট থাকে
যুগ-যুগান্তর ধরে,
এইটুকু-ই চাওয়া থাকবে
মহান বিধাতার তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast