★তুমি আসবে বলে★
তুমি আসবে বলে
হৃদয়মাঝে সাজিয়েছি অনন্য
ভালোবাসার বাসর,
কল্পনায় রঙিন স্বপ্নগুলোকে
বেঁধেছি রঙিন সুতোয়,
অতীতের কষ্টগুলোকে
উড়িয়ে দিয়েছি নীল আকাশের
অজানা কোনো ঠিকানায়।
মেঘনার তীরে বসে
অকূল দরিয়ায় দৃষ্টি রেখেছি
তরী বেয়ে আসবে তুমি,
আবার ভিজবো অঝোর বৃষ্টিধারায়
হাতে হাত ধরে,
জড়িয়ে নিবে ভালোবাসার চাদরে
তোমার মধুমাখা বাহুতে,
আবার হারিয়ে যাবো নীল দিগন্তে
উড়ন্ত পাখির ডানায়,
ফিরিয়ে আনবো সুখের আলোটাকে
চাঁদের বুড়ি থেকে।
আর কত অপেক্ষায় রাখবে আমায়?
অস্থিরতায় কাটছে সময়,
মাতাল মন যে আর মানছে না
উতলা করছে বারবার।
হৃদয়মাঝে সাজিয়েছি অনন্য
ভালোবাসার বাসর,
কল্পনায় রঙিন স্বপ্নগুলোকে
বেঁধেছি রঙিন সুতোয়,
অতীতের কষ্টগুলোকে
উড়িয়ে দিয়েছি নীল আকাশের
অজানা কোনো ঠিকানায়।
মেঘনার তীরে বসে
অকূল দরিয়ায় দৃষ্টি রেখেছি
তরী বেয়ে আসবে তুমি,
আবার ভিজবো অঝোর বৃষ্টিধারায়
হাতে হাত ধরে,
জড়িয়ে নিবে ভালোবাসার চাদরে
তোমার মধুমাখা বাহুতে,
আবার হারিয়ে যাবো নীল দিগন্তে
উড়ন্ত পাখির ডানায়,
ফিরিয়ে আনবো সুখের আলোটাকে
চাঁদের বুড়ি থেকে।
আর কত অপেক্ষায় রাখবে আমায়?
অস্থিরতায় কাটছে সময়,
মাতাল মন যে আর মানছে না
উতলা করছে বারবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফারুক আজিজ ২৬/০৭/২০১৪what a nice!
-
শিমুল শুভ্র ২৫/০৭/২০১৪ওরে বাপরে এইখানে ও তুমি সেঞ্চুরি করতে ছাচ্ছ।
-
পথ কবি ২৫/০৭/২০১৪খুব সুন্দর........
-
অপূর্ব দেব ২৫/০৭/২০১৪সুন্দর কবিতা
-
আবু সাহেদ সরকার ২৫/০৭/২০১৪কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য আমিও উতলা হয়ে আছি কবি বন্ধু।
-
রুখসানা কাজল ২৪/০৭/২০১৪অনেক ভাল লাগার মত একটি কবিতা।