★ওরাও যে মানুষ★
ওরা জীবনযুদ্ধে লিপ্ত অবিরত,
ওরা একমুঠো অন্নের জন্য
দ্বারে দ্বারে ফেলছে পা,
শুধু পেটের দায়ে
হাতে নিয়েছে ভাঙ্গা বাটি,
আর পরনে ছেঁড়া কাপড়।
কত যে রজনী কাটছে ওদের
ফুটপাত কিংবা গাছতলায়,
হিম শীতে কাঁপছে ওরা
কাঁথা আর বস্ত্রের অভাবে,
বৃষ্টির জলে ভেজা ফুটপাত
কাদায় ভরা গাছের তলায়
আজও রাত্রিযাপন ওদের।
ওরা টোকাই বলে পায় না
কোথাও কর্মেতে ঠাঁই,
ক্ষুধার যন্ত্রনায় কাতর হয়েও
মহাজনের দ্বারে পায় না
একটুখানি আহার,
যদিও পায়, তাও আবার
বাসী কিংবা নষ্ট খাবার।
ওরাও রক্তে-মাংসে তৈরি মানুষ,
ওদেরও বাঁচার অধিকার আছে,
আর কত অবহেলায়
কাটবে ওদের জীবন?
ওদেরও যে স্বপ্ন আছে
ওদেরও যে চাওয়া আছে
এই সমাজের কাছে।
হৃদয়দ্বার খুলে একটু মায়ায়
এগিয়ে আসুন ওদের প্রতি,
সাহায্যের হাতটা বাড়িয়ে দিন,
অন্ন-বস্ত্রের যোগান দিন,
মাথা গুঁজানোর একটু ঠাঁই দিন;
ওরাও যে মানুষ,
ওদেরকেও একটু সুখের ভাগ দিন।
ওরা একমুঠো অন্নের জন্য
দ্বারে দ্বারে ফেলছে পা,
শুধু পেটের দায়ে
হাতে নিয়েছে ভাঙ্গা বাটি,
আর পরনে ছেঁড়া কাপড়।
কত যে রজনী কাটছে ওদের
ফুটপাত কিংবা গাছতলায়,
হিম শীতে কাঁপছে ওরা
কাঁথা আর বস্ত্রের অভাবে,
বৃষ্টির জলে ভেজা ফুটপাত
কাদায় ভরা গাছের তলায়
আজও রাত্রিযাপন ওদের।
ওরা টোকাই বলে পায় না
কোথাও কর্মেতে ঠাঁই,
ক্ষুধার যন্ত্রনায় কাতর হয়েও
মহাজনের দ্বারে পায় না
একটুখানি আহার,
যদিও পায়, তাও আবার
বাসী কিংবা নষ্ট খাবার।
ওরাও রক্তে-মাংসে তৈরি মানুষ,
ওদেরও বাঁচার অধিকার আছে,
আর কত অবহেলায়
কাটবে ওদের জীবন?
ওদেরও যে স্বপ্ন আছে
ওদেরও যে চাওয়া আছে
এই সমাজের কাছে।
হৃদয়দ্বার খুলে একটু মায়ায়
এগিয়ে আসুন ওদের প্রতি,
সাহায্যের হাতটা বাড়িয়ে দিন,
অন্ন-বস্ত্রের যোগান দিন,
মাথা গুঁজানোর একটু ঠাঁই দিন;
ওরাও যে মানুষ,
ওদেরকেও একটু সুখের ভাগ দিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ রায় ২৭/০৭/২০১৪সুন্দর
-
ফারুক আজিজ ২৬/০৭/২০১৪oaw
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৪/০৭/২০১৪ন্যায় বিচারের মাধ্যমেই শোষণের পথটা বন্ধ হতে পারে। সকলেই তার ন্যায্য প্রাপ্যটুকু পাক, এটাই কাম্য। এজন্য প্রত্যেককেই যার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্ট চালাতে হবে।
কবির কাম্য কর্তব্য মানছি। -
সাইদুর রহমান ২৩/০৭/২০১৪অসাধারণ হয়েছে।
শুভেচ্ছা কবি। -
রুখসানা কাজল ২৩/০৭/২০১৪সাম্যের জয় হোক।
-
আবু সাহেদ সরকার ২৩/০৭/২০১৪সুন্দর একটি বিদ্রোহী কবিতা পড়লাম কবি বন্ধু।
-
প্রবাসী পাঠক ২২/০৭/২০১৪ভালো লাগল।