www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★বহুরূপী জীবন★

জীবনটা বড়-ই আজব!
কচুপাতার পানির মত
নড়বড়ে হয়ে বয়ে চলছে সময়,
কখন যে সাইরেনটা বাজবে
কেউ-ই জানে না তা।

তবুও যুদ্ধ করতে করতে বাঁচা
ভেঙ্গে লৌহদণ্ডের খাঁচা,
একটু সুখের জন্যেই
হাজারো দুর্গম পথের পাড়ি,
জীবনের এই খেলা যে
বড়-ই আজব, বড়-ই কঠিন।

কারও জীবনটা সুখের চাদরে
কেউ বা ভাসছে দুঃখের সাগরে,
ক্ষণিকের এই জীবনে তবুও
আশা থাকে সীমাহীন,
স্বপ্ন বাঁধে মনের বাঁকে
সাজাবে বলে জীবনটাকে।

গন্তব্যহীন এই রঙিন জীবন
বুঝা বড়-ই মুশকিল,
জীবনের এ বহুরূপী গতি
ক'জনা-ই বা জানে?
তবুও কাটছে ব্যস্ত সময়
শুধু-ই জীবনের প্রয়োজনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রসেনজিৎ রায় ১৯/০৭/২০১৪
    খুব ভালো লিখেছেন কবি...খুব ভালোলাগলো। শুভকামনা রইলো।
  • প্রসেনজিৎ রায় ১৯/০৭/২০১৪
    জীবনটা আসলেই নরবড়ে, কচু পাতার পানির মত!
 
Quantcast