★এটা-ই কী ভালোবাসা★
হয়তো তুমি কোনো রাজ্যের
এক অপরূপ রাজকন্যা,
আমি বামুন হয়েও তোমাকে
বিন্দু মাত্র কম ভালোবাসিনি,
তোমাকে কখনোই দেখিনি
কুদৃষ্টির চোখে,
আমি তো হৃদয় উজাড় করেই
বেঁধেছিলাম তোমায় হৃদয়মাঝে,
স্বপ্নের বাসর সাজিয়েছিলাম
কল্পনার রাজ্যে।
হয়তো করে নেবে কোনো এক
রাজকুমারকে চিরসঙ্গী,
বেঁচে থাকবে হয়তো
সুখের সংসারের অর্ধাঙ্গিনী হয়ে।
আমি গরীব বলেই কী,
হয়েছি ময়লা-আবর্জনা,
মাফ করো এই নীচটাকে
যার ভালোবাসায় ছিলো না কোন
বিত্ত কিংবা অর্থের লালসা,
যার মাঝে ছিলো শুধু-ই
অফেরৎযোগ্য ভালোবাসা।
কে ধনী, কে গরীব;
এই বিবেচনা করে-ই কী
ভালোবাসা উচিৎ?
তাহলে কী, অর্থের মাপকাঠিতেই
হবে ভালোবাসার পরিমাপ?
এক অপরূপ রাজকন্যা,
আমি বামুন হয়েও তোমাকে
বিন্দু মাত্র কম ভালোবাসিনি,
তোমাকে কখনোই দেখিনি
কুদৃষ্টির চোখে,
আমি তো হৃদয় উজাড় করেই
বেঁধেছিলাম তোমায় হৃদয়মাঝে,
স্বপ্নের বাসর সাজিয়েছিলাম
কল্পনার রাজ্যে।
হয়তো করে নেবে কোনো এক
রাজকুমারকে চিরসঙ্গী,
বেঁচে থাকবে হয়তো
সুখের সংসারের অর্ধাঙ্গিনী হয়ে।
আমি গরীব বলেই কী,
হয়েছি ময়লা-আবর্জনা,
মাফ করো এই নীচটাকে
যার ভালোবাসায় ছিলো না কোন
বিত্ত কিংবা অর্থের লালসা,
যার মাঝে ছিলো শুধু-ই
অফেরৎযোগ্য ভালোবাসা।
কে ধনী, কে গরীব;
এই বিবেচনা করে-ই কী
ভালোবাসা উচিৎ?
তাহলে কী, অর্থের মাপকাঠিতেই
হবে ভালোবাসার পরিমাপ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
M M H MUNNA ১৮/০৭/২০১৪পড়তে ভাল লাগে তাই পড়ে যাই|
-
মল্লিকা রায় ১৭/০৭/২০১৪কবিতা ভালো লাগলো বন্ধু।
-
আবু সাহেদ সরকার ১৭/০৭/২০১৪সুন্দর একটি লেখা পড়লাম কবি বন্ধু।
-
সাইদুর রহমান ১৬/০৭/২০১৪বরাবরের মতই সুন্দর।
শুভেচ্ছা অনেক। -
এইচ রহমান ১৬/০৭/২০১৪valo laglo vai
-
সালু আলমগীর ১৬/০৭/২০১৪সত্যিকারের ভালবাসা ধনী গরিব চোখে দেখে না,দেখে শুধু সুন্দর একটা মন।
-
ফাহমিদা মাহমুদ ১৬/০৭/২০১৪ভালবাসায় কোন বাধা মানে নাহ্...ভালবাসা বুঝে কেবল দুই জনার মন।
-
দীপঙ্কর বেরা ১৬/০৭/২০১৪খুব সুন্দর