★পুষ্পহীন নিকুঞ্জ★
নিকুঞ্জ আজ ফুলের সমাহারে
সেজেছে রঙিন সাজে,
এই অভাগার হৃদয় কাননে
আজ নেই কোনো ফুল
শুধুই যেন ধূসর মরুভূমি।
একটি গোলাপ ফুটেছিলো
আবার ঝরেও গেলো অচিরেই,
জানিনা আর ফুটবে কি না
এই হৃদয়ের নিকুঞ্জে
অজানা কোনো রঙিন ফুল!
হয়তো তার-ই অপেক্ষা।
মনের বাগানটা পুষ্পবৃক্ষে ঘেরা
পুষ্পকলি কবে ফুটবে জানি না,
খুব যত্ন করে দিবানিশি
নির্ঘুম চোখে পাহারা,
পুষ্প সুবাসে হৃদয়দ্বার
হবে সেদিন সুবাসিত,
যেদিন পুষ্পকলি নতুনরূপে
ফুটে উঠবে হৃদয় নিকুঞ্জে।
সেজেছে রঙিন সাজে,
এই অভাগার হৃদয় কাননে
আজ নেই কোনো ফুল
শুধুই যেন ধূসর মরুভূমি।
একটি গোলাপ ফুটেছিলো
আবার ঝরেও গেলো অচিরেই,
জানিনা আর ফুটবে কি না
এই হৃদয়ের নিকুঞ্জে
অজানা কোনো রঙিন ফুল!
হয়তো তার-ই অপেক্ষা।
মনের বাগানটা পুষ্পবৃক্ষে ঘেরা
পুষ্পকলি কবে ফুটবে জানি না,
খুব যত্ন করে দিবানিশি
নির্ঘুম চোখে পাহারা,
পুষ্প সুবাসে হৃদয়দ্বার
হবে সেদিন সুবাসিত,
যেদিন পুষ্পকলি নতুনরূপে
ফুটে উঠবে হৃদয় নিকুঞ্জে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২২/০৭/২০১৪অরো একবার পড়লাম, আবার ভালো লাগলো।
-
এইচ রহমান ১৫/০৭/২০১৪valo
-
আসগার এইচ পারভেজ ১৫/০৭/২০১৪খুব ভালো লাগল
-
আবু সাহেদ সরকার ১৫/০৭/২০১৪সুন্দর কবিতার প্রকাশ কবি। সুন্দর লাগলো পড়ে।
-
সালু আলমগীর ১৫/০৭/২০১৪খুব সুন্দর অভিব্যক্তির প্রকাশ।
-
সুরজিৎ সী ১৫/০৭/২০১৪দারুণ লেখা
-
এফ সাকি ১৪/০৭/২০১৪অপেক্ষায় থাকলে ফুল একদিন ফুটবে আশা করি.......