www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★আজও খুঁজে ফিরি★

দেখেছি তোমায় বসন্তের স্নিগ্ধ প্রভাতে
ঘণ সবুজ অরণ্যের পথে একাকী,
পাখিদের কণ্ঠে ছিলো মধুর গান
রূপের ঝলকে পাগল এ মনে
দোলা দিয়ে গিয়েছে বারবার
প্রেমে বুঝি পড়লো মনটা
হৃদয়ে বেজেছিলো ঘণ্টা,
অবিরত হেটে চলা
আঁকাবাঁকা রাস্তায়
তার পিছু পিছু
ক্লান্ত শরীরে
আমিও যে
হাটছি
শুধু।

দিন
হৃদয়ে
স্থান করে
নিলো আমার,
যেন সেদিন-ই
হয়েছে শেষ দেখা,
খুঁজে পাইনি আজও
এ ধরনীর কোন রাজ্যে,
জানিনা ফিরে আসবে কীনা
এই হৃদয়ে সাজানো বাসরে?
তবু  মন যে বলে বারে বারে
ফিরে আসবে তুমি গোধূলি লগনে,
জড়িয়ে নেবে প্রেমের রঙিন চাদরে
গেঁথে নিবে আমায় যে তার মনপাঁজরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ১৪/০৭/২০১৪
    বাহ!!! খুব সুন্দর কবিতাখানি ।
  • অরুদ্ধ সকাল ১২/০৭/২০১৪
    আবারো একটি শৈল্পিক কবিতা
  • অসাধারণ
    কবিতার
    বিন্যাস
    ভালো

    নব
    পদ্ধতি
    রয়ে যাবে
    কাব্য জগতে।
  • অসাধারন! খুব ভালো লিখেছেন....
  • টি আই রাজন ১২/০৭/২০১৪
    ভাল আছেন ভাইয়া। অনেক দিন পর আপনার লেখায় যোগ দিলাম। আপনার ভাবনা আর লেখনী বরাবরই অসাধারণ। জানিনা এই নূন্যতম মন্তব্যে এর পর্যাপ্ত মূল্যায়ন হবে কিনা। তবে আপনার যে প্রচেষ্টা আরোহী আর অবরোহী নিয়ে তা আশা করি একদিন সফল হবেই।
    ভাল থাকুন।
  • পিয়ালী দত্ত ১১/০৭/২০১৪
    বাহ...সুন্দর।
 
Quantcast