★এ কেমন শিক্ষানীতি★
এটা কী নীতি, নাকী দুর্নীতি?
জাতির বিবেককে জিজ্ঞাসা,
ত্রিশের ঘরে নম্বর পেলেও
পাশ বলে ধরো তাকে,
আশির উর্ধ্বে অর্জিত নম্বর
লেটারের পাশ বলেই ধরা।
লেটারের স্থান হয় নামীদামী
মহা বড় ক্যাম্পাসে,
সাধারণ পাশদের ভর্তি-ই বহুদূরে
ফরমও দেয়নি অযোগ্য বলে,
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
মেলেনি যখন কোন আসন,
জীবনের গতি থেমে গেলো বুঝি
নেশায় লিপ্ত হচ্ছে উদাস মন।
তবে আশিতেই পাশ ধরে
বাকি সব ফেল ধরা হলো না কেনো?
এ কেমন নীতি, এ কেমন পাশ?
নিন্দা জানাই এই শিক্ষানীতির,
বন্ধ করো এই অসুস্থ ব্যবস্থার।
জাতির বিবেককে জিজ্ঞাসা,
ত্রিশের ঘরে নম্বর পেলেও
পাশ বলে ধরো তাকে,
আশির উর্ধ্বে অর্জিত নম্বর
লেটারের পাশ বলেই ধরা।
লেটারের স্থান হয় নামীদামী
মহা বড় ক্যাম্পাসে,
সাধারণ পাশদের ভর্তি-ই বহুদূরে
ফরমও দেয়নি অযোগ্য বলে,
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
মেলেনি যখন কোন আসন,
জীবনের গতি থেমে গেলো বুঝি
নেশায় লিপ্ত হচ্ছে উদাস মন।
তবে আশিতেই পাশ ধরে
বাকি সব ফেল ধরা হলো না কেনো?
এ কেমন নীতি, এ কেমন পাশ?
নিন্দা জানাই এই শিক্ষানীতির,
বন্ধ করো এই অসুস্থ ব্যবস্থার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০৭/০৭/২০১৪দ্বিতীয় বার পাঠ করলাম , সত্যিই বদল চাই ।।
-
ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪বুঝিনা কেন শিক্ষানীতির চারুকলা
-
সাইদুর রহমান ০৭/০৭/২০১৪যথার্থ লিখেছেন।
ভবিষ্যত কি বুঝি না।
শুভেচ্ছা আপনাকে। -
মোঃ সোহেল মাহমুদ ০৭/০৭/২০১৪সময় উপযোগী লেখা । আসলেই ঠিক । বর্তমান শিক্ষার পরিবেশটা এরকমই। শুভেচ্ছা রইলো প্রতিদিন
-
এইচ রহমান ০৭/০৭/২০১৪ভাল লাগছে অনেক...