★মুক্তি দিলাম তোমায়★
যখন-ই চেয়েছি আগলে নিতে হৃদয়ে
হয়তো তুমি তখন অন্যমনে
ভালোবাসার রঙিন ধারায়
বেঁধেছিলে স্বপ্নের বাসরঘর।
চলে যাও, ইচ্ছে তোমার যেদিক চায়
বাধা দিব না আর কোনোদিন,
এবার মুক্তমনে নীল দিগন্তে
ভেসে বেড়াও আমার অগোচরে।
তোমার একচেটিয়া ইচ্ছেগুলোতে
বারে বারে দূরে সরে যাওয়া,
দুঃখের যন্ত্রনায় খাবি খেয়ে
সুখের সন্ধানে আবার ফিরে আসা,
কাঠের পুতুল করে রেখেছিলে আমায়,
নাচাতে তোমার আপন ধারায়।
সু-সময়ের সঙ্গী হয়ে বেঁচে থাকার চেয়ে
একাকীত্ব-ই যে ভালো আমার,
আর থাকছি না তোমার ছলনার খেলায়
এবার দিয়েছি মুক্ত করে তোমায়,
পিছুটানে আর ফিরে যেতে চাইনা
এবার খুঁজে নিব নতুন ঠিকানা।
হয়তো তুমি তখন অন্যমনে
ভালোবাসার রঙিন ধারায়
বেঁধেছিলে স্বপ্নের বাসরঘর।
চলে যাও, ইচ্ছে তোমার যেদিক চায়
বাধা দিব না আর কোনোদিন,
এবার মুক্তমনে নীল দিগন্তে
ভেসে বেড়াও আমার অগোচরে।
তোমার একচেটিয়া ইচ্ছেগুলোতে
বারে বারে দূরে সরে যাওয়া,
দুঃখের যন্ত্রনায় খাবি খেয়ে
সুখের সন্ধানে আবার ফিরে আসা,
কাঠের পুতুল করে রেখেছিলে আমায়,
নাচাতে তোমার আপন ধারায়।
সু-সময়ের সঙ্গী হয়ে বেঁচে থাকার চেয়ে
একাকীত্ব-ই যে ভালো আমার,
আর থাকছি না তোমার ছলনার খেলায়
এবার দিয়েছি মুক্ত করে তোমায়,
পিছুটানে আর ফিরে যেতে চাইনা
এবার খুঁজে নিব নতুন ঠিকানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম হাসান উজ জামান আনসারী ০৯/০৭/২০১৪খুব ভালো লাগল
-
সালু আলমগীর ০৯/০৭/২০১৪সুন্দর লেখনী। কবি তুমি এগিয়ে যাও।
-
মিজানুর রহমান খান ০৭/০৭/২০১৪আমন্ত্রন পেয়ে ঘুরে গেলাম,লেখায় বিরহের ছবিও দেখলাম বন্ধু ।শুভাশিষ রইল ।
-
সালু আলমগীর ০৭/০৭/২০১৪খুবই ভালো লাগল।
-
কে এইচ মাহাবুব ০৬/০৭/২০১৪দারুণ তো !
-
এইচ রহমান ০৬/০৭/২০১৪বাহ...
-
ভ্রান্ত পথিক ০৫/০৭/২০১৪এমনি হয়
-
মোঃরুবেল ইসলাম ০৫/০৭/২০১৪আপনার লেখাগুলো অনেক সুন্দর
-
kopal ০৫/০৭/২০১৪আপনার কবিতা গুলো অনেক সুন্দর কেন?
-
মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪ইকবাল ভাই, চলে আসছি। আপনার ভালবাসার মানুষ। আপনি তো যেখানে যান নিশ্চুপ আলোড়ন সৃষ্টি করেন। অবশ্য, আমি গর্বিত আপনার মতো বন্ধু পেয়ে। আজ নতুন আসলাম এই পাতায়। নতুন করে শুভেচ্ছা নিবেন। আর অবশ্যই পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ
-
শিমুল শুভ্র ০৫/০৭/২০১৪বাহ!!!! মন কাড়া ।
-
এইচ রহমান ০৫/০৭/২০১৪valo laglo kobi
-
আসগার এইচ পারভেজ ০৫/০৭/২০১৪বড় প্রেম শুধু কাছে টানেনা, দূরেও ঠেলে দেয়...
-
সুলতান মাহমুদ ০৫/০৭/২০১৪মুক্তির মাঝেই প্রেমের বন্ধন দৃঢ়তর হয়।