★বিধাতার কাছে চাওয়া★
হে মহান, এলো পবিত্র মাহে রমযান,
তওফিক দান করো প্রভু
যেন খানিকটা হলেও পাপমোচন হয়
এই মাহে রমযানের দোয়ার উছিলায়।
পালন যেন করতে পারি
তোমার দেয়া ত্রিশখানা রোজা,
হেফাজত করো আসুক যত বিপদ
শুধু করতে পারি যেন তোমার ইবাদত।
আত্মসংযমের মাঝে রেখো হে খোদা
পাপকর্ম থেকে দূরে যেন থাকি,
পাঁচ ওয়াক্ত নামায কায়েম করতে যেন
শয়তান দিতে না পারে কোনো ফাঁকি।
আত্মশুদ্ধির এই মহা সুযোগে যেন
ইমান রাখতে পারি তোমার তরে,
তুমি-ই যে শেষ আশ্রয় সবার
তুমি-ই সর্ব সাহায্যের ভাণ্ডার।
তোমার সৃষ্টিতে বেঁচে আছি ভুবনে
বেঁচে থাকতে চাই তোমার ইবাদতে,
রাসূলের আদর্শে যেন চলতে পারি
কবুল করো এই পাপীর চাওয়াখানি।
তওফিক দান করো প্রভু
যেন খানিকটা হলেও পাপমোচন হয়
এই মাহে রমযানের দোয়ার উছিলায়।
পালন যেন করতে পারি
তোমার দেয়া ত্রিশখানা রোজা,
হেফাজত করো আসুক যত বিপদ
শুধু করতে পারি যেন তোমার ইবাদত।
আত্মসংযমের মাঝে রেখো হে খোদা
পাপকর্ম থেকে দূরে যেন থাকি,
পাঁচ ওয়াক্ত নামায কায়েম করতে যেন
শয়তান দিতে না পারে কোনো ফাঁকি।
আত্মশুদ্ধির এই মহা সুযোগে যেন
ইমান রাখতে পারি তোমার তরে,
তুমি-ই যে শেষ আশ্রয় সবার
তুমি-ই সর্ব সাহায্যের ভাণ্ডার।
তোমার সৃষ্টিতে বেঁচে আছি ভুবনে
বেঁচে থাকতে চাই তোমার ইবাদতে,
রাসূলের আদর্শে যেন চলতে পারি
কবুল করো এই পাপীর চাওয়াখানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারুফা তামান্না ০৩/০৭/২০১৪বেশ ভালো
-
নূরুজ্জামান নাঈম ০৩/০৭/২০১৪সৃষ্টি কর্তা সহায় হোক।
আপনার প্রার্থনা সফল হোক। -
রাধাশ্যাম জানা ০৩/০৭/২০১৪বাহ,সুন্দর লেখনী…
-
রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪খুবই ভালো বন্ধু...
-
আবু সাহেদ সরকার ০৩/০৭/২০১৪সুন্দর একটি কবিতা পড়লাম কবি বন্ধু।