★শূণ্যতায় বসবাস★
খুব আদর রেখেছিলাম তোমায়
হৃদয় নামের ভালোবাসার খাঁচায়,
আগলে রেখেছিলাম শীতল ছায়ায়
বিশ্বাসের রূপালি পর্দায় ঢেকে।
বৃষ্টির ফোঁটা তোমায় স্পর্শ করবে বলে
জড়িয়ে রেখেছিলাম বুকের মাঝে,
বর্ষায় কাদাজল পায়েতে লাগবে বলে
হেঁটেছিলাম নিয়ে কোলেতে তুলে।
তুমি রাগ করেছিলে বলে
হাজারো বার কানে ধরেছি আমি,
তোমার মুখে একটু হাসির জন্যে
কত যে করেছি আকুতি-মিনতি।
শুধু তোমার জন্যেই গড়া স্বপ্নগুলো
বেঁচে ছিল হৃদয়ের মাঝে,
সুখের সময়টাও কাটিয়েছি তখন
শুধুই তোমার ভালোবাসার মায়াতে।
একটিবার এসে দেখে যাও তুমি
আজ শূণ্যতায় যাপিত জীবন আমার,
তুমি দূরে থেকে হয়তো সুখে-ই আছো
এই হৃদয়টাকে করে দূসর মরুভূমি।
হৃদয় নামের ভালোবাসার খাঁচায়,
আগলে রেখেছিলাম শীতল ছায়ায়
বিশ্বাসের রূপালি পর্দায় ঢেকে।
বৃষ্টির ফোঁটা তোমায় স্পর্শ করবে বলে
জড়িয়ে রেখেছিলাম বুকের মাঝে,
বর্ষায় কাদাজল পায়েতে লাগবে বলে
হেঁটেছিলাম নিয়ে কোলেতে তুলে।
তুমি রাগ করেছিলে বলে
হাজারো বার কানে ধরেছি আমি,
তোমার মুখে একটু হাসির জন্যে
কত যে করেছি আকুতি-মিনতি।
শুধু তোমার জন্যেই গড়া স্বপ্নগুলো
বেঁচে ছিল হৃদয়ের মাঝে,
সুখের সময়টাও কাটিয়েছি তখন
শুধুই তোমার ভালোবাসার মায়াতে।
একটিবার এসে দেখে যাও তুমি
আজ শূণ্যতায় যাপিত জীবন আমার,
তুমি দূরে থেকে হয়তো সুখে-ই আছো
এই হৃদয়টাকে করে দূসর মরুভূমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
kopal ০৪/০৭/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ০৪/০৭/২০১৪বৃষ্টির ফোঁটা তোমায় স্পর্শ করবে বলে
জড়িয়ে রেখেছিলাম বুকের মাঝে,
বর্ষায় কাদাজল পায়েতে লাগবে বলে
হেঁটেছিলাম নিয়ে কোলেতে তুলে।
♥…√ -
Mahfuza Sultana ০৪/০৭/২০১৪খুব ...কষ্টের ...।।
-
দেবকুমার দাস ০৪/০৭/২০১৪মনের কিনারে অশ্রু ঝরা
কাউকে যেন মনেপড়া
আজ আকাশ ভরা মেঘ...... -
এইচ রহমান ০৪/০৭/২০১৪খুব...।।
-
বিপ্লব হোসেন ০৪/০৭/২০১৪ব্যাতিক্রম ভাললাগা
-
আসগার এইচ পারভেজ ০৪/০৭/২০১৪ব্যর্থ প্রেমিকের করুণ আকুতি!!....
-
রাধাশ্যাম জানা ০৪/০৭/২০১৪সুন্দর লেখা!পড়ে ভালো লাগল...
তোমার কথা মনে পরে যায়।