বিশ্বাস করো
মিথ্যে কিছু কথার জন্য তুমি
ভুল বুঝো না আমায়,
সত্যিকারের ভালোবাসি আমি
শুধুই যে তোমায়।
অলীক অপবাদ সহ্য করার কষ্ট
সইতে পারবোনা আমি,
জীবনের সবটুকু ভালোবাসা আমার
শুধুই যে তুমি।
তুমি বিহনে এই জীবন আমার
রয়ে যাবে শূণ্য,
বিশ্বাস করো দয়াকরে আমায়
তাতেই আমি ধন্য।
★রচনাকালঃ ১২/০৩/২০০৮ইং
ভুল বুঝো না আমায়,
সত্যিকারের ভালোবাসি আমি
শুধুই যে তোমায়।
অলীক অপবাদ সহ্য করার কষ্ট
সইতে পারবোনা আমি,
জীবনের সবটুকু ভালোবাসা আমার
শুধুই যে তুমি।
তুমি বিহনে এই জীবন আমার
রয়ে যাবে শূণ্য,
বিশ্বাস করো দয়াকরে আমায়
তাতেই আমি ধন্য।
★রচনাকালঃ ১২/০৩/২০০৮ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৩/০৭/২০১৪কবিতায় এতো বিরহ কেনো বলতো ? ভালো লাগলো ।
-
রামবল্লভ দাস ০২/০৭/২০১৪এতো বিরহ সহ্য হয় না যে...
-
আসগার এইচ পারভেজ ০২/০৭/২০১৪ঠিক আছে, বিশ্বাস করলাম....