★কপালের লিখন★
মেঘাচ্ছন্ন দূর আকাশের মত
হৃদয়ের পোষা স্বপ্নগুলো থমকে গেছে,
যেন জীবন্মৃত হয়ে বাতাসে উড়ন্ত
তুলার মত ভাসছে কষ্টের ঝুলি।
হাজারো স্বপ্নের বুনা বাসর
আজ দুঃখের পুষ্পে জড়ানো,
অশ্রুজলও খরায় রূপ নিয়ে
হৃদয় হয়েছে কষ্টের পাথর।
শূণ্য যেন এই স্বপ্নের ভুবনে
হারিয়েছি যত সুখের ঠিকানা,
তবু বেঁচে আছি শুধুই আশায়
বেঁচে আছি তোমার ভালোবাসায়।
চাইলেও এ মন পারছে না যে
ভুলে যেতে অতীতের স্মৃতিকথা,
হয়তো আসবে না ফিরে তুমি
স্মৃতিই হয়তো চিরকালের সঙ্গী।
হারিয়েছি সবই কপালের দায়ে
ভাগ্য আমার বড়-ই নিষ্ঠুর,
জীবনের চাকা থামবে অচিরেই
এটাই হয়তো কপালের লিখন।
হৃদয়ের পোষা স্বপ্নগুলো থমকে গেছে,
যেন জীবন্মৃত হয়ে বাতাসে উড়ন্ত
তুলার মত ভাসছে কষ্টের ঝুলি।
হাজারো স্বপ্নের বুনা বাসর
আজ দুঃখের পুষ্পে জড়ানো,
অশ্রুজলও খরায় রূপ নিয়ে
হৃদয় হয়েছে কষ্টের পাথর।
শূণ্য যেন এই স্বপ্নের ভুবনে
হারিয়েছি যত সুখের ঠিকানা,
তবু বেঁচে আছি শুধুই আশায়
বেঁচে আছি তোমার ভালোবাসায়।
চাইলেও এ মন পারছে না যে
ভুলে যেতে অতীতের স্মৃতিকথা,
হয়তো আসবে না ফিরে তুমি
স্মৃতিই হয়তো চিরকালের সঙ্গী।
হারিয়েছি সবই কপালের দায়ে
ভাগ্য আমার বড়-ই নিষ্ঠুর,
জীবনের চাকা থামবে অচিরেই
এটাই হয়তো কপালের লিখন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০২/০৭/২০১৪ভালো লাগলো ।।
-
আসগার এইচ পারভেজ ০২/০৭/২০১৪ভালোলাগা জানিয়ে গেলাম...
-
রাকিব দেওয়ান ০২/০৭/২০১৪ভালো লাগলো।
-
আবু সাহেদ সরকার ০২/০৭/২০১৪বেশ ভাবনাময় প্রকাশ কবিতাটি। পড়লাম, অনুভব করলাম, বেশ ভালো লাগলো কবি বন্ধু।
-
নূরুজ্জামান নাঈম ০১/০৭/২০১৪ভাল লাগার চেয়ে দুঃখিত হলাম। তবে হতাশ হবেন না। হে কবি, সবি কল্পনার রঙে রঙিন করে তুলুন।
ভাল থাকুন সর্বময়।