www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছে ভালোবাসা

আজ গভীর রজনীতে নিদ্রা ভেঙ্গে গেলো
ভয়ার্ত এক স্বপ্নের দর্শনে,
দেখি দেহ আছে আমার,হৃদয় নিখোঁজ
হারিয়েছে হয়তো কোনো বর্ষণে।

হৃদয়ের খালি জায়গাটায় যেন কষ্টের জলদি
প্রবাহিত হচ্ছে যন্ত্রনার ঢেউ,
কী কঠিন প্রহসনে যাপিত জীবন আমার
বুঝতে চায় না তা কেউ।

শ্রাবণের জলে ভেসে গেলো মনের যত
পুষে রাখা ভালোবাসা,
তিমির রজনীতে স্বপ্নগুলোকে হারিয়ে আমি
মুখোমুখি আমার হতাশা।

যা ছিলো আমার মনের ভীতি আর ভাবনা
তার-ই দেখা পেতে হলো আমায়,
মনের ভয়-ই আজ পরাজিত করেছে আমায়
হরাতে বসেছি আজ আমি তোমায়।

অন্যমনে বসবাসরত থেকেও তুমি তব
খেলা করেছো আমায় নিয়ে,
এতদিন পর বুঝিয়ে দিলে আমায় তুমি
দুঃখের পাহাড়ে চাপা দিয়ে।

অন্যজনার ভালোবাসায় ডুবে থেকে কেন তুমি
মিছে ভালোবাসায় আমায় জড়ালে?
নিজের সুখটা সাধন করতে তুমি কেনো আজ
হারিয়ে গেলে আমার আড়ালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মারুফা তামান্না ৩০/০৬/২০১৪
    চমৎকার জিনিয়াস ভাই।
  • M Mijan Rahman ৩০/০৬/২০১৪
    প্রতিটা পংক্তি যেধ একেকটা ভাললাগার স্ফুরন....
  • এম মিজান রহমান ৩০/০৬/২০১৪
    প্রতিটা পংক্তি ভাললাগার একেকটা স্ফুরন...
    • কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪
      অসংখ্য ধন্যবাদ মিজান ভাই
      • এম মিজান রহমান ৩০/০৬/২০১৪
        স্বাগতম
 
Quantcast