★আমি কি পেরেছি তোমাকে বুঝাতে★
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তোমায় কত ভালোবাসি?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
ভালোবাসি তোমায় রাশি রাশি।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
আমি সুখে আছি কী না?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
নিঃশেষ আমি তুমি হীনা।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
জীবন মানে কী?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তুমিই আমার সুখপাখি।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তোমায় রেখেছি যে কোথায়?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
মিশে আছো আমার রক্ত ধারায়।
তোমায় কত ভালোবাসি?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
ভালোবাসি তোমায় রাশি রাশি।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
আমি সুখে আছি কী না?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
নিঃশেষ আমি তুমি হীনা।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
জীবন মানে কী?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তুমিই আমার সুখপাখি।
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তোমায় রেখেছি যে কোথায়?
আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
মিশে আছো আমার রক্ত ধারায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ০৪/০৭/২০১৪অসাধারন...
-
মারুফা তামান্না ৩০/০৬/২০১৪ভাল হইছে। কিন্তু আরো একটু ভাল হলে বেশী ভাল লাগত।
-
Mahfuza Sultana ২৯/০৬/২০১৪ভাল লাগল। আশা করি , সব পাঠক /পাঠিকা আপনার এই অনুভূতিটি বুঝতে পারবে!!!
-
আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪আমি কী পেরেছি তোমাকে বুঝাতে
তোমার কবিতাটি হয়েছে কত মিষ্টি।