মনের কিছু কথা
পৃথিবীতে মহান আল্লাহ্ তায়ালার ১৮ হাজার মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সবার জীবন কখনোই এক রকমে অতিবাহিত হয় না।
যেমন আমার কথা বলি, আমি খুব সাধারণভাবে চলতে পছন্দ করি। তবে কাজের ক্ষেত্রে আমি আমার অনেক কিছুকেই বিসর্জন দিই।
সপ্তাহের একটা দিন শুক্রবার। এই দিনটা-ই ছুটির দিন থাকে।
আর সপ্তাহের এই দিনটা আসলে মনে একটু সস্তি আসে। পুরো সপ্তাহের অসম্পুর্ণ ঘুমটা সম্পুর্ণ করি।
আসলেই জীবনটা হচ্ছে একটা যুদ্ধ, আর আমরা হচ্ছি সেই যুদ্ধের যোদ্ধা, আর "কাজ" হচ্ছে এই যুদ্ধের হাতিয়ার।
যেমন আমার কথা বলি, আমি খুব সাধারণভাবে চলতে পছন্দ করি। তবে কাজের ক্ষেত্রে আমি আমার অনেক কিছুকেই বিসর্জন দিই।
সপ্তাহের একটা দিন শুক্রবার। এই দিনটা-ই ছুটির দিন থাকে।
আর সপ্তাহের এই দিনটা আসলে মনে একটু সস্তি আসে। পুরো সপ্তাহের অসম্পুর্ণ ঘুমটা সম্পুর্ণ করি।
আসলেই জীবনটা হচ্ছে একটা যুদ্ধ, আর আমরা হচ্ছি সেই যুদ্ধের যোদ্ধা, আর "কাজ" হচ্ছে এই যুদ্ধের হাতিয়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৮/০৬/২০১৪ভালো একটি লেখা