নীলাঞ্জনা
নীলাঞ্জনা তুমি কেনো আজও বুঝনা
নীল আকাশের লক্ষ তারার ভীড়ে
তুমি আমার নীল ধ্রুবতারা,
সবুজের ঘন অরণ্যের ছায়ায়
মিশে আছো হৃদয়নিসৃত ভালোবাসায়
হয়ে অমৃতের ফোয়ারা।
তুমি হাজার রাতের স্বপ্নপরী হয়ে
আজও বিচরণে হৃদয়দ্বারে,
স্নিগ্ধ হিমেল হাওয়ায় উড়ন্ত মনে
ভেসে আসো মন পাঁজরে।
আমার অবাধ্য ভালোবাসায়
বেঁধেছি বিস্তৃত হৃদয়ের মায়াজালে,
দূর আকাশের চন্দ্রিমা যেন
চুপিচুপি বলে যায় কর্ণপানে
আসবে তুমি কোন বসন্তের কালে।
শূণ্য পথে অবিরত বিচরণে
ক্লান্ত মন যেন পূর্ণতা পেয়েছে আজ,
হারিয়েছি হৃদয়ে পোষা শত যন্ত্রনা,
মনের বাসনা পরিপূর্ণ করতে
আসবে যে আমার নীলাঞ্জনা।
নীল আকাশের লক্ষ তারার ভীড়ে
তুমি আমার নীল ধ্রুবতারা,
সবুজের ঘন অরণ্যের ছায়ায়
মিশে আছো হৃদয়নিসৃত ভালোবাসায়
হয়ে অমৃতের ফোয়ারা।
তুমি হাজার রাতের স্বপ্নপরী হয়ে
আজও বিচরণে হৃদয়দ্বারে,
স্নিগ্ধ হিমেল হাওয়ায় উড়ন্ত মনে
ভেসে আসো মন পাঁজরে।
আমার অবাধ্য ভালোবাসায়
বেঁধেছি বিস্তৃত হৃদয়ের মায়াজালে,
দূর আকাশের চন্দ্রিমা যেন
চুপিচুপি বলে যায় কর্ণপানে
আসবে তুমি কোন বসন্তের কালে।
শূণ্য পথে অবিরত বিচরণে
ক্লান্ত মন যেন পূর্ণতা পেয়েছে আজ,
হারিয়েছি হৃদয়ে পোষা শত যন্ত্রনা,
মনের বাসনা পরিপূর্ণ করতে
আসবে যে আমার নীলাঞ্জনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি আই রাজন ২৫/০৬/২০১৪
আমরাও চাই নীলাঞ্জনা আসুক
আপনার সমস্ত অস্তিত্ব জুড়ে।