বাঁচতে চাইনা আর
বাঁচতে চাই না আর আমি
সহ্যের সীমা হারিয়েছি,
কেনো এত বাধার সম্মুখীন?
কেনো এত যন্ত্রনা?
আমি আর বাঁচতে চাই না।
তুলে নাও খোদা তোমার পানে;
জীবন্মৃত করে রেখেছো কেনো?
কী পাপ করেছি আমি?
দুঃখ আমায় করেছে গ্রাস,
জানি, সুখের দেখা হবেনা আর,
এবার মুক্তির দুয়ার খুলে দাও।
আর কত খেলার মুখোমুখি করাবে?
বলো হে নিরাকার,
কষ্টের চাপে আমি একাকার,
বাঁচতে চাই না আমি আর।
বিশাল ভূবনে শূণ্য হৃদয়ে
দুঃখের লোনাজলে ভাসছি,
যা ছিলো সব গত হয়েছে আজ
একাকীত্ত্বের মাঝে কাটছে আমার
সকাল-সন্ধ্যা-সাঁঝ।
অসহনীয় দুঃখের পাথর
কান্নার জলে হয়েছি কাতর,
বিধাতার তরে ভিক্ষা চাই
এবার আমায় মুক্তি দাও,
আর বাঁচার ইচ্ছা নাই।
সহ্যের সীমা হারিয়েছি,
কেনো এত বাধার সম্মুখীন?
কেনো এত যন্ত্রনা?
আমি আর বাঁচতে চাই না।
তুলে নাও খোদা তোমার পানে;
জীবন্মৃত করে রেখেছো কেনো?
কী পাপ করেছি আমি?
দুঃখ আমায় করেছে গ্রাস,
জানি, সুখের দেখা হবেনা আর,
এবার মুক্তির দুয়ার খুলে দাও।
আর কত খেলার মুখোমুখি করাবে?
বলো হে নিরাকার,
কষ্টের চাপে আমি একাকার,
বাঁচতে চাই না আমি আর।
বিশাল ভূবনে শূণ্য হৃদয়ে
দুঃখের লোনাজলে ভাসছি,
যা ছিলো সব গত হয়েছে আজ
একাকীত্ত্বের মাঝে কাটছে আমার
সকাল-সন্ধ্যা-সাঁঝ।
অসহনীয় দুঃখের পাথর
কান্নার জলে হয়েছি কাতর,
বিধাতার তরে ভিক্ষা চাই
এবার আমায় মুক্তি দাও,
আর বাঁচার ইচ্ছা নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ২৫/০৬/২০১৪অসাধারণ একটি কবিতা পড়লাম। ভালোও লাগলো।
-
সুলতান মাহমুদ ২৫/০৬/২০১৪very good
-
মল্লিকা রায় ২৫/০৬/২০১৪অসংখ্য ধন্যবাদ জানালাম কবি বক্তব্য ভালো লাগলো।
-
অদ্ভুদ ছেলে ২৪/০৬/২০১৪বিশাল ভূবনে শূণ্য হৃদয়ে
দুঃখের লোনাজলে ভাসছি,
কথাগুল সুন্দর হয়েছে ।