তোমার চোখের মায়া
চোখের ভাষায় বুঝিয়েছিলে আমায়
তোমার মধুর ভালোবাসা,
হৃদয় দিয়ে বুঝিয়েছিলে আমায়
তোমার অব্যক্ত মনের ভাষা।
তোমার চোখের চাহনিতে খুঁজে পেয়েছি
আমার সকল আশা,
তোমার চোখের মায়ায় জড়িয়েছো আমায়
করোনি আমায় নিরাশা।
তোমার চোখের দৃষ্টিতে পার করেছি
দুর্গম সুদূর পথ,
তোমার চোখের মায়াতে আবদ্ধ আছি
এটাই ছিল আমার সপথ।
তোমার মধুর ভালোবাসা,
হৃদয় দিয়ে বুঝিয়েছিলে আমায়
তোমার অব্যক্ত মনের ভাষা।
তোমার চোখের চাহনিতে খুঁজে পেয়েছি
আমার সকল আশা,
তোমার চোখের মায়ায় জড়িয়েছো আমায়
করোনি আমায় নিরাশা।
তোমার চোখের দৃষ্টিতে পার করেছি
দুর্গম সুদূর পথ,
তোমার চোখের মায়াতে আবদ্ধ আছি
এটাই ছিল আমার সপথ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৪/০৬/২০১৪দারুণ লাগলো কবিতা।
-
পিয়ালী দত্ত ২৩/০৬/২০১৪ভাল লাগল কবি...
-
মল্লিকা রায় ২২/০৬/২০১৪ভাল লাগলো কবিতা।
-
মাহাদী সাগর ২১/০৬/২০১৪সুন্দর হয়েছে