ফিরবে তুমি
ভাবছি এবার সবকিছু
গিয়ে তুমি ভুলে,
আসবে ফিরে অভাগার
স্বপ্ন বুনা জালে।
শুনছি এবার পাখিরডাকে
কণ্ঠে সুর তুলবে,
সূর্যরাঙা প্রভাতে এসে
আলিঙ্গনে জড়াবে।
ভুলগুলো ভুলে এবার
নতুনরূপে আসবে,
গেঁথে নিয়ে হৃদয়মাঝে
স্বপ্নগুলো বাঁধবে।
আবারো প্রবল বর্ষণে
ভিজবে আপন মনে,
হারিয়ে বিষাদের স্মৃতি
ফিরবে শুভক্ষণে।
এবার এসে দুঃখগুলো
করবে বিদায় তুমি,
ভাঙ্গাঘরে সুখগুলো সব
ফিরবে জানি আমি।
সুখসাগরে কাটবো সাঁতার
সকাল-সন্ধ্যা-সাঁঝে,
সবকিছু যেন সত্যিকারে
আসবে হৃদয়মাঝে।
গিয়ে তুমি ভুলে,
আসবে ফিরে অভাগার
স্বপ্ন বুনা জালে।
শুনছি এবার পাখিরডাকে
কণ্ঠে সুর তুলবে,
সূর্যরাঙা প্রভাতে এসে
আলিঙ্গনে জড়াবে।
ভুলগুলো ভুলে এবার
নতুনরূপে আসবে,
গেঁথে নিয়ে হৃদয়মাঝে
স্বপ্নগুলো বাঁধবে।
আবারো প্রবল বর্ষণে
ভিজবে আপন মনে,
হারিয়ে বিষাদের স্মৃতি
ফিরবে শুভক্ষণে।
এবার এসে দুঃখগুলো
করবে বিদায় তুমি,
ভাঙ্গাঘরে সুখগুলো সব
ফিরবে জানি আমি।
সুখসাগরে কাটবো সাঁতার
সকাল-সন্ধ্যা-সাঁঝে,
সবকিছু যেন সত্যিকারে
আসবে হৃদয়মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২১/০৬/২০১৪অসাধারন প্রকাশ।
-
মল্লিকা রায় ২১/০৬/২০১৪চমত্কার লাগলো আপনার কাংকিত প্রেমের কাব্যটি---মন ছুঁয়ে গেল--অসংখ্য ধন্যবাদ জানিয়ে গেলাম।
-
মোঃওবায় দুল হক ২১/০৬/২০১৪অসাধারণ ছন্দের মিল,দারুন কবিতা!পড়ে মজা পাইলাম
ইকবাল ভাই। -
এস ইসলাম ২০/০৬/২০১৪সুন্দর।
-
টি আই রাজন ২০/০৬/২০১৪মন থেকে চাইলে সে আসতে বাধ্য।
শুভকামনা রইল। -
আবু সাহেদ সরকার ২০/০৬/২০১৪অসাধারণ লাগলো কবি বন্ধু। বেশ মজার গো!