অনাদরে মাতৃভাষা
বায়ান্নের স্মরনীয় ভাষা আন্দোলন
ছিলো মাতৃভাষা বাংলার দাবি,
ছালাম, বরকত, জব্বারের মত
লাখো শহীদের রক্তধারার ছবি।
বাংলা ভাষা অর্জিত হলো শেষে
তবে কি বাংলা পেয়েছে সম্মান?
শহীদের রক্তে অর্জিত বাংলা আজ
হারাতে বসেছে তার আপন মান।
আজ বাঙ্গালির মুখে হিন্দি, ইংরেজি
আরো নানান রঙের বিদেশি ভাষা,
এই সোনার বাংলায় কবে হবে
সমাদৃত আমার প্রাণের মাতৃভাষা?
অফিস কিংবা আদালতের মূলে
বাংলার স্থান মেলেনি উচ্চস্তরে,
নোটিশ কিংবা পত্রিকার পাতায়ও
ফরেন ভাষা-ই শুধু সমাদরে।
বাংলার ভাষাবিদরাও আজ নিশ্চুপ
ভাষার সম্মান হারাচ্ছে রসাতলে,
তারা যে নীতির বেড়াজালে বন্দি
উক্তির বিচার পায়নি সুষ্ঠু আদলে।
বাংলার জারি-সারি আর ভাটিয়ালি
গানের আসর অনাদরে হয়েছে গত,
উর্দু, ফার্সি আর হিন্দি গানের তালে
তরুন-তরুনীরা মগ্ন রয়েছে অবিরত।
ছিলো মাতৃভাষা বাংলার দাবি,
ছালাম, বরকত, জব্বারের মত
লাখো শহীদের রক্তধারার ছবি।
বাংলা ভাষা অর্জিত হলো শেষে
তবে কি বাংলা পেয়েছে সম্মান?
শহীদের রক্তে অর্জিত বাংলা আজ
হারাতে বসেছে তার আপন মান।
আজ বাঙ্গালির মুখে হিন্দি, ইংরেজি
আরো নানান রঙের বিদেশি ভাষা,
এই সোনার বাংলায় কবে হবে
সমাদৃত আমার প্রাণের মাতৃভাষা?
অফিস কিংবা আদালতের মূলে
বাংলার স্থান মেলেনি উচ্চস্তরে,
নোটিশ কিংবা পত্রিকার পাতায়ও
ফরেন ভাষা-ই শুধু সমাদরে।
বাংলার ভাষাবিদরাও আজ নিশ্চুপ
ভাষার সম্মান হারাচ্ছে রসাতলে,
তারা যে নীতির বেড়াজালে বন্দি
উক্তির বিচার পায়নি সুষ্ঠু আদলে।
বাংলার জারি-সারি আর ভাটিয়ালি
গানের আসর অনাদরে হয়েছে গত,
উর্দু, ফার্সি আর হিন্দি গানের তালে
তরুন-তরুনীরা মগ্ন রয়েছে অবিরত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আরিফুর রহমান (ডিজিটাল কবি) ২০/০৬/২০১৪সুন্দর বিষয়বুস্তু, ভালো লাগলো খুব।
-
আবু সাহেদ সরকার ১৯/০৬/২০১৪সুন্দর লাগলো কবি।