বৃষ্টিধারায় জীবনধারা
আজি এই অবিরাম বৃষ্টিধারায়
ভেসে যাক মনের যত হতাশা,
পূর্ণ হোক মনেতে যত আছে
হাজারো চাওয়া-পাওয়ার আশা।
যত স্বপ্ন আছে হৃদয়ে সবার
পূর্ণ হোক এই বর্ষার জলধারায়,
হারিয়ে যাক যত হিংসা-বিদ্বেষ
প্রকৃতির এই অকৃত্রিম রূপধারায়।
এই বর্ষায় আবারো জেগে উঠুক
হৃদয়ের ঘুমন্ত শত ভাবনাগুলো,
ফিরে আসুক হারানো সুখের ছোঁয়া
ধুয়ে হৃদয়ের উড়ন্ত সব ধুলো।
বর্ষায় টলমলে তটিনীর জলমাঝে
ভেসে উঠুক ভালোবাসার তরী,
এই বর্ষায়, প্রেমিক ফিরে পায় যেন
কল্পনার রাজ্যের অপরূপ পরী।
বর্ষার বৃষ্টিধারায় বয়ে আসে যেন
আগামির উজ্জ্বল জীবনের হাতছানি,
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করবে সব
এটা-ই হোক বর্ষার ভবিষ্যতবাণী।
ভেসে যাক মনের যত হতাশা,
পূর্ণ হোক মনেতে যত আছে
হাজারো চাওয়া-পাওয়ার আশা।
যত স্বপ্ন আছে হৃদয়ে সবার
পূর্ণ হোক এই বর্ষার জলধারায়,
হারিয়ে যাক যত হিংসা-বিদ্বেষ
প্রকৃতির এই অকৃত্রিম রূপধারায়।
এই বর্ষায় আবারো জেগে উঠুক
হৃদয়ের ঘুমন্ত শত ভাবনাগুলো,
ফিরে আসুক হারানো সুখের ছোঁয়া
ধুয়ে হৃদয়ের উড়ন্ত সব ধুলো।
বর্ষায় টলমলে তটিনীর জলমাঝে
ভেসে উঠুক ভালোবাসার তরী,
এই বর্ষায়, প্রেমিক ফিরে পায় যেন
কল্পনার রাজ্যের অপরূপ পরী।
বর্ষার বৃষ্টিধারায় বয়ে আসে যেন
আগামির উজ্জ্বল জীবনের হাতছানি,
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করবে সব
এটা-ই হোক বর্ষার ভবিষ্যতবাণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাদী সাগর ২২/০৬/২০১৪চমৎকার
-
পিয়ালী দত্ত ১৮/০৬/২০১৪খুব ভাল লাগল...
-
দীপঙ্কর বেরা ১৮/০৬/২০১৪বেশ । বর্ষা বন্দনা ।
ভাল লাগল -
টি আই রাজন ১৮/০৬/২০১৪কৈ এবছর তো বুঝলাম না। কৈ বর্ষা? কৈ ?
-
Mahfuza Sultana ১৮/০৬/২০১৪ভাল লাগলো অনেক