ছলনাময়ী
হারিয়েছি পোষা স্বপ্নগুলোকে
শ্রাবনের বৃষ্টিধারায়,
ডুবেছি গভীর আকূল পাথারে
কষ্টের গভীরতায়।
খুব ভালো-ই তো কাটাচ্ছিলাম
ক্ষুদ্র জীবনটাকে,
তবে কেনো মরিচীকা হয়ে এসে
ভাঙলে হৃদয়টাকে।
স্বপ্নরাজ্যে স্বপ্নের ঘর সাজিয়ে
ভাঙলে অকারনে,
প্রতিজ্ঞা করা কথাগুলো শুধুই
দিয়েছিলে ছলনার মনে।
কেনো তুমি আমায় নিয়ে করলে
মিথ্যে প্রেমের খেলা?
কেনো তুমি ডুবিয়ে দিলে আমার
ভালোবাসার এই ভেলা?
পাষণ্ড হৃদয়ের ভালোবাসার কাছে
হেরেছে আমার সব,
ভুল ছিলো কার, অপরাধী কে?
বিচারক আমার রব।
দুঃখের অনলে জ্বলে পুড়ে আজ
পতিত প্রায় মৃত্যুতে,
মৃত্যুর পর একমুঠো মাটি দিও
এই পরাজিতের সমাধিতে।
শ্রাবনের বৃষ্টিধারায়,
ডুবেছি গভীর আকূল পাথারে
কষ্টের গভীরতায়।
খুব ভালো-ই তো কাটাচ্ছিলাম
ক্ষুদ্র জীবনটাকে,
তবে কেনো মরিচীকা হয়ে এসে
ভাঙলে হৃদয়টাকে।
স্বপ্নরাজ্যে স্বপ্নের ঘর সাজিয়ে
ভাঙলে অকারনে,
প্রতিজ্ঞা করা কথাগুলো শুধুই
দিয়েছিলে ছলনার মনে।
কেনো তুমি আমায় নিয়ে করলে
মিথ্যে প্রেমের খেলা?
কেনো তুমি ডুবিয়ে দিলে আমার
ভালোবাসার এই ভেলা?
পাষণ্ড হৃদয়ের ভালোবাসার কাছে
হেরেছে আমার সব,
ভুল ছিলো কার, অপরাধী কে?
বিচারক আমার রব।
দুঃখের অনলে জ্বলে পুড়ে আজ
পতিত প্রায় মৃত্যুতে,
মৃত্যুর পর একমুঠো মাটি দিও
এই পরাজিতের সমাধিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ১৭/০৬/২০১৪খুব সুন্দর হৃদয়ের আর্তি প্রকাশিত হয়েছে কবি। ভালো লাগলো।
-
পিয়ালী দত্ত ১৬/০৬/২০১৪খুব ভাল।।
-
এস ইসলাম ১৬/০৬/২০১৪দারুন লেগেছে!
-
আবু সাহেদ সরকার ১৬/০৬/২০১৪ছন্দে ছন্দে বেশ ভালো লাগলো গো কবি বন্ধু।