হারানোর বেদনা
হারিয়ে জীবনের গতি
হয়েছি আজ আমি ভবঘুরে পথিক,
হারিয়ে সোনালী স্বপ্ন
ভাবনাগুলো হয়েছে আজ কাল্পনিক।
পেরিয়ে দুর্গম ঐ পথ
মেলেনি আজো আশার সেই গন্তব্য,
জড়িয়ে ভালোবাসায়
পায়নি আজো ফিরে পাবার মন্তব্য।
ভাসিয়ে সোনার তরী
অকুল পাথারে কূল পাই নি খুঁজে,
হৃদয়ে বাসা বেঁধেছো
তবুও ছেড়ে গেলে আমায় কী বুঝে?
থাকবে বলেছো চিরকাল
তবু আছো আমার ভালোবাসার আড়ালে,
হয়তো আজ আমায় ছেড়ে
জড়িয়েছো অন্য কারো অন্তরের জালে।
তুমি হয়তো বেঁচে রবে
আলিসানের মস্ত অট্টালিকার শীতাতপে,
আজো আমি তুমি বিনা
ঘুরছি সিক্ত মনে রৌদ্রের প্রবল উত্তাপে।
আজ তুমি মুক্ত পাখি
উড়ছো ডানা মেলে অন্যের বিশাল গগনে
আমি জ্বলে পুড়ে ছাঁই
দুঃসহ যন্ত্রনার তীব্র চিতার জলন্ত আগুনে।
হয়েছি আজ আমি ভবঘুরে পথিক,
হারিয়ে সোনালী স্বপ্ন
ভাবনাগুলো হয়েছে আজ কাল্পনিক।
পেরিয়ে দুর্গম ঐ পথ
মেলেনি আজো আশার সেই গন্তব্য,
জড়িয়ে ভালোবাসায়
পায়নি আজো ফিরে পাবার মন্তব্য।
ভাসিয়ে সোনার তরী
অকুল পাথারে কূল পাই নি খুঁজে,
হৃদয়ে বাসা বেঁধেছো
তবুও ছেড়ে গেলে আমায় কী বুঝে?
থাকবে বলেছো চিরকাল
তবু আছো আমার ভালোবাসার আড়ালে,
হয়তো আজ আমায় ছেড়ে
জড়িয়েছো অন্য কারো অন্তরের জালে।
তুমি হয়তো বেঁচে রবে
আলিসানের মস্ত অট্টালিকার শীতাতপে,
আজো আমি তুমি বিনা
ঘুরছি সিক্ত মনে রৌদ্রের প্রবল উত্তাপে।
আজ তুমি মুক্ত পাখি
উড়ছো ডানা মেলে অন্যের বিশাল গগনে
আমি জ্বলে পুড়ে ছাঁই
দুঃসহ যন্ত্রনার তীব্র চিতার জলন্ত আগুনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১০/০৬/২০১৪
-
পিয়ালী দত্ত ০৯/০৬/২০১৪খুব ভাল লাগল...
-
আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪সুন্দরের প্রকাশ আপনার এই কবিতাখানি কবি বন্ধু।
-
এস ইসলাম ০৯/০৬/২০১৪খুব সুন্দর
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ০৯/০৬/২০১৪অপূর্ব হয়েছে।
আলিসানের মস্ত অট্টালিকার শীতাতপে,
আজো আমি তুমি বিনা
ঘুরছি সিক্ত মনে রৌদ্রের প্রবল উত্তাপে।
.ভাল লাগল.