একটু দেখা পেতে
ঘড়ির ঘণ্টাটা বেজে উঠলো
ঠিক সকাল সাড়ে সাতটায়,
তড়িঘড়ি করে তোমার দেখা পেতে
গলির মোড়ে দাঁড়িয়ে ঘুমন্ত নয়নে,
কখন আসবে গাড়ি, তার-ই অপেক্ষায়।
মিনিটগুলো যেন ঘণ্টার রূপ নিলো
এ যেন অসীম সময়ের প্রতিক্ষায়,
শত গাড়ির পারাপারে
হয়তো হারিয়ে গেলে তাদের-ই ভীড়ে;
আটটা পেরিয়ে ন'টার মুখে ঘড়ির কাঁটা
তবুও দাঁড়িয়ে আমি, তোমারি অপেক্ষায়।
সেদিন হয়তো আসো নি তুমি
মনকে বুঝাতে আর পারি নি,
এবার আমি তোমার কলেজ প্রাঙ্গণে,
শত চেষ্টায় জানতে পেরে খুশি
তুমি মগ্ন পাঠের গভীরে,
দাঁড়িয়ে তখনো তোমার ছুটির অপেক্ষায়।
এভাবেই কেটে যেত সারাটি দিন আমার
শুধুই তোমার একটু দেখা পেতে,
আজো গেঁথে আছে সেই দিনগুলো
ভাবনার অন্তরালে।
ঠিক সকাল সাড়ে সাতটায়,
তড়িঘড়ি করে তোমার দেখা পেতে
গলির মোড়ে দাঁড়িয়ে ঘুমন্ত নয়নে,
কখন আসবে গাড়ি, তার-ই অপেক্ষায়।
মিনিটগুলো যেন ঘণ্টার রূপ নিলো
এ যেন অসীম সময়ের প্রতিক্ষায়,
শত গাড়ির পারাপারে
হয়তো হারিয়ে গেলে তাদের-ই ভীড়ে;
আটটা পেরিয়ে ন'টার মুখে ঘড়ির কাঁটা
তবুও দাঁড়িয়ে আমি, তোমারি অপেক্ষায়।
সেদিন হয়তো আসো নি তুমি
মনকে বুঝাতে আর পারি নি,
এবার আমি তোমার কলেজ প্রাঙ্গণে,
শত চেষ্টায় জানতে পেরে খুশি
তুমি মগ্ন পাঠের গভীরে,
দাঁড়িয়ে তখনো তোমার ছুটির অপেক্ষায়।
এভাবেই কেটে যেত সারাটি দিন আমার
শুধুই তোমার একটু দেখা পেতে,
আজো গেঁথে আছে সেই দিনগুলো
ভাবনার অন্তরালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৭/০৬/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ০৭/০৬/২০১৪ধন্যবাদ কবি
দারুন লাগল !
ভালো থাকবেন.... -
শিমুল শুভ্র ০৭/০৬/২০১৪তোমার সময় কাটানোর করি কবিতা নুগ্ধ হলাম ।
-
অভিষেক মুখার্জী ০৬/০৬/২০১৪দারুন লাগল...এমন আরো চাই
-
Toofun ahmed ০৬/০৬/২০১৪its awesome!!!
-
টি আই রাজন ০৬/০৬/২০১৪ভাইয়া কবিতাটি পড়ে আমার নচিকেতার নীলাঞ্জনা গানটির কথা মনে পড়লো। আর মনে পড়ে গেল আমিও কখনও এভাবে অপেক্ষার প্রহর গুণতাম। ভাল থাকবেন।
-
মোঃ সোহেল মাহমুদ ০৬/০৬/২০১৪ভালো লাগলো। আমার পাতায় নিয়মিত আমন্ত্রণ..
মনকে বুঝাতে আর পারি নি,
darun !