www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানালার ওপাশে

বারান্দায় দাঁড়িয়ে অপলকে তাকিয়ে
অদূরের ঐ বন্ধ জানালায়,
কখন দেখা দিবে ভেবে ব্যাকুল আমি
খুলবে কী তোমার মনের জানালা?
অপেক্ষার প্রহরের অবসান হতে বহুকাল।

তপ্ত রোদে ভেজা চুলের উড়ন্ত ঢেউয়ে
হৃদয়ে এক অজানা অনুভুতির ঘূর্ণিপাক,
দখিণা বাতাসে ভেসে যাওয়া ওড়নার মাঝে
যেন সুপ্ত অনুভবে হারায় এই মনটা আমার,
হয়ে যায় হৃদয়ে জমানো দুঃখের অন্ত।

চাঁদের আলোতে জানালায় জুলন্ত
পর্দার ফাঁকের মিটি মিটি আলোয়ে
তোমার বিপরীতের কালো ছায়া,
যেন এই মনের পথে তোমার হেঁটে আসা,
জাগিয়ে তোলে হৃদয়ে সুখের চেতনা।

চোখের পলক স্থির তোমার পর্দার আড়ালে
শুধু তোমার ক্ষণিক বিচরণের দর্শনে,
ঘুমহীন চোখে জেগে থেকেও তবু
তোমার নৈশ প্রহরী হয়ে দাঁড়িয়ে তখনো;
তবুও কেনো আজো তুমি জানালার ওপাশে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Toofun ahmed ০৬/০৬/২০১৪
    Awesome!!!!!
  • এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
    কবি দা একি শুনালেন।
    আমার পাতায় আমন্ত্রন রইলো।
  • কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪
    অনেক ধন্যবাদ।
  • Toofun ahmed ০৫/০৬/২০১৪
    it's nice .Keep it up .stay well.
    regards..
  • খুবই ভালো লাগলো.. সুন্দর লিখেছেন... ভালো থাকেন সবসময়..
  • শিমুল শুভ্র ০৫/০৬/২০১৪
    মনা টা ভরে গেলো ,কি অদ্ভুত সুন্দর কবিতা পাঠ করলাম ।
 
Quantcast