অপেক্ষার প্রহর
নীল আকাশের মেঘের ছুটাছুটি
দক্ষিণের জানালা খুলে
তাকিয়ে ঐ দূর নিলীমায়,
খুব মনে পড়ছে আজ তোমায়,
হৃদয়ের পারাপারে তোমার হেঁটে যাওয়া।
ঝিঁঝিঁ পোকার গুঞ্জন, জোনাকির জ্বলজ্বল,
মাঝে মাঝে এক ফালি মেঘ এসে
চন্দ্রিমাকে আড়াল করে পেলা,
আবার ঘনকালো অন্ধকার;
মনের লুকানো হাসির বিলোপন।
চাঁদের আলোয় তোমায় খুঁজে পাওয়া,
আবার কালো মেঘে হারিয়ে যাওয়া,
তোমার এই ক্ষণিকের পারাপারে
হৃদয়ে আসে নীরব যত জল্পনাকল্পনা।
আর কত এই নীরবে তোমায় খোঁজে ফেরা?
কবে ফিরবে তুমি বাস্তবতায়?
হৃদয়ের গভীরে যেন শূণ্যতায় হাহাকার,
তবুও তোমায় পাবার দৃঢ় আকাঙ্ক্ষায়
আজো স্বপ্ন দেখি দূর নিলীমায়।
দক্ষিণের জানালা খুলে
তাকিয়ে ঐ দূর নিলীমায়,
খুব মনে পড়ছে আজ তোমায়,
হৃদয়ের পারাপারে তোমার হেঁটে যাওয়া।
ঝিঁঝিঁ পোকার গুঞ্জন, জোনাকির জ্বলজ্বল,
মাঝে মাঝে এক ফালি মেঘ এসে
চন্দ্রিমাকে আড়াল করে পেলা,
আবার ঘনকালো অন্ধকার;
মনের লুকানো হাসির বিলোপন।
চাঁদের আলোয় তোমায় খুঁজে পাওয়া,
আবার কালো মেঘে হারিয়ে যাওয়া,
তোমার এই ক্ষণিকের পারাপারে
হৃদয়ে আসে নীরব যত জল্পনাকল্পনা।
আর কত এই নীরবে তোমায় খোঁজে ফেরা?
কবে ফিরবে তুমি বাস্তবতায়?
হৃদয়ের গভীরে যেন শূণ্যতায় হাহাকার,
তবুও তোমায় পাবার দৃঢ় আকাঙ্ক্ষায়
আজো স্বপ্ন দেখি দূর নিলীমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৩/০৬/২০১৪
-
মোঃ সোহেল মাহমুদ ০৩/০৬/২০১৪চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো ...আমার পাতায় নিয়মিত আমন্ত্রণ..
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৩/০৬/২০১৪ইকবাল ভাই আমার বেশ কয়েকটি জিমেইল এ্যাকাউন্ট আছে। কিন্তু কোন জিমেইল ই সঠিক নয় বলে ওখানে বলছে। তারপর ইয়াহু এ্যাকাউন্ট দিয়ে করলাম। সবকিছু ঠিক আছে। ওখান থেকে বলা হলো যে আপনার সবকিছু সফল ভাবে সম্পন্ন হয়েছে। আপনাকে ইমেল দেওয়া হয়েছে। ওখান থেকে লিংক দিয়ে কাজ শুরু করুন।
কিন্তু এখনো আমি কোন ইমেল পেলাম না। -
মোঃ মাহবুব আলম চাঁদ ০২/০৬/২০১৪অপূর্ব লিখেছেন কবি। ভালবাসার মানুষকে নিয়ে চমৎকার ভাবনা। হৃদয় ছুঁয়ে গেল আপনার লেখনী। মুগ্ধ হলাম।
-
আবু সাহেদ সরকার ০২/০৬/২০১৪মন কারানোর কবিতা কবি বন্ধু। কিন্তু আমি আমার পাতায় লেখতে পারছিনা। সেই যে ১টি প্রকাশ হয়েছে তার পরথেকে আর ১টিও প্রকাশ করতে পারছিনা। শুধু বার বার এক কথাই ভাসছে।
নতুন ব্লগ লেখার আগে একটু পড়ুন
আমরা চাই আপনি এখানে নিয়মিত ব্লগ লিখুন। তবে ব্লগ লেখার পাশাপাশি অন্যান্যদের ব্লগে আপনার গঠনমূলক মন্তব্যও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি লেখকই চায় তার লেখাটি অন্যেরা পড়ুক, এবং তার উপর মতামত দিক। আপনিও নিশ্চয় আপনার লেখার ক্ষেত্রে তাই চান? আপনার প্রকাশিত লেখাটি যদি কেউ না পড়ে তবে আপনার কেমন লাগবে? তাই নতুন একটি ব্লগ প্রকাশের পূর্বে দয়া করে অন্তত অপর ৩ জনের লেখা পড়ে তাতে আপনার মন্তব্য প্রকাশ করুন। আপনার গঠনমূলক মন্তব্য অন্যদের লেখায় উৎসাহী করার পাশাপাশি লেখার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। ধন্যবাদ!
আমার এখন কি করা উচিত? কিভাবে লেখতে পারবো? পরামর্শ দিলে খুশি হবো। -
রুমা চৌধুরী ০২/০৬/২০১৪খুব খুব ভাল লাগল। সুন্দর কবিতা।অনেক শুভেচ্ছা রইল।
-
এস ইসলাম ০২/০৬/২০১৪ভালো লেখা।শুভ কামনা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/০৬/২০১৪খুবই চমৎকার কাব্যিকতা। পড়ে খুব ভালো লেগেছে।শুভকামনা রইল।
আপনাকে একটা জিজ্ঞাসু হলো, "বকলমে "আমি নিবন্ধন করলাম। কিন্তু কোন ইমেল পেলাম না। একটু জানাবেন কি? -
আব্দুল বাসিত জাহেদ ০২/০৬/২০১৪osadharon!
-
শিমুল শুভ্র ০২/০৬/২০১৪কবিতায় অসাধারণ কাব্যিকতা পেলাম যা মন টা কে প্রফুল্য করে দিলো -
খুব ভাল লাগল ইকবাল ভাই।