www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো বাঙ্গালি

আজ কোথায় দাঁড়িয়েছে এদেশ আমার?
একটু ভাবছো কী তোমরা!
দুর্নীতির চরম শিখরে আজ এদেশটা,
হত্যা-গুমের কঠিন ছোবলে আমরা,
ভীতিতে আমাদের বেঁচে থাকা;
এটা-ই কী আমাদের পাওয়া?

আমরা দেশের কাছে চেয়ে বসে আছি
দেশ আমাদের কিছু দেবে বলে;
আমি বলবো, দেশের কাছে আর নেই চাওয়ার,
আমি দেশকে দিয়ে যেতে চাই,
এবার দেশের তরে জীবন দিতে চাই,
আর আছো কোনো নবীন-প্রবীন?
এখনি সময় কঠোর হয়ে জেগে উঠার।

করবো নিস্তার যত অবিচার,
সময় এসেছে আগুন জ্বালাবার,
এবার নির্মূল করবো আছে যত অত্যাচার;
দিয়ে যাবো এবার না হয় প্রাণ,
ফিরিয়ে আনবোই এবার দেশের মান।

আবার বাঙ্গালির মুখে ফুটিয়ে তুলতে চাই,
আমার সোনার বাংলা, শান্তির আচ্ছাদনে বাংলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার আহবান।
  • রুমা চৌধুরী ০১/০৬/২০১৪
    বাহ, খুব খুব ভাল। সুন্দর। শুভেচ্ছা রইল। ভাল থাকুন।
  • দীপঙ্কর বেরা ০১/০৬/২০১৪
    বেশ ।
    বাংলার প্রতি আমাদের সহানুভূতি থাক ।
    ভাল লাগল ।
  • মানুষ হ! মানুষ হ! আবার তোরা মানুষ হ!
    অনুকরণ খোলস ভেদি কায়মনে বাঙালী হ।
    খুব ভালো লেগেছে
  • valo laglo besh
  • তাহমিদ হাসান ০১/০৬/২০১৪
    দারুন ধন্যবাদ
  • প্রার্থনা করি আপনার ইচ্ছে যাতে পূরণ হয়।
    • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
      আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      • প্রতিদিন একটির বেশী কবিতা না দেওয়াই ভালো।
 
Quantcast