জাগো বাঙ্গালি
আজ কোথায় দাঁড়িয়েছে এদেশ আমার?
একটু ভাবছো কী তোমরা!
দুর্নীতির চরম শিখরে আজ এদেশটা,
হত্যা-গুমের কঠিন ছোবলে আমরা,
ভীতিতে আমাদের বেঁচে থাকা;
এটা-ই কী আমাদের পাওয়া?
আমরা দেশের কাছে চেয়ে বসে আছি
দেশ আমাদের কিছু দেবে বলে;
আমি বলবো, দেশের কাছে আর নেই চাওয়ার,
আমি দেশকে দিয়ে যেতে চাই,
এবার দেশের তরে জীবন দিতে চাই,
আর আছো কোনো নবীন-প্রবীন?
এখনি সময় কঠোর হয়ে জেগে উঠার।
করবো নিস্তার যত অবিচার,
সময় এসেছে আগুন জ্বালাবার,
এবার নির্মূল করবো আছে যত অত্যাচার;
দিয়ে যাবো এবার না হয় প্রাণ,
ফিরিয়ে আনবোই এবার দেশের মান।
আবার বাঙ্গালির মুখে ফুটিয়ে তুলতে চাই,
আমার সোনার বাংলা, শান্তির আচ্ছাদনে বাংলা।
একটু ভাবছো কী তোমরা!
দুর্নীতির চরম শিখরে আজ এদেশটা,
হত্যা-গুমের কঠিন ছোবলে আমরা,
ভীতিতে আমাদের বেঁচে থাকা;
এটা-ই কী আমাদের পাওয়া?
আমরা দেশের কাছে চেয়ে বসে আছি
দেশ আমাদের কিছু দেবে বলে;
আমি বলবো, দেশের কাছে আর নেই চাওয়ার,
আমি দেশকে দিয়ে যেতে চাই,
এবার দেশের তরে জীবন দিতে চাই,
আর আছো কোনো নবীন-প্রবীন?
এখনি সময় কঠোর হয়ে জেগে উঠার।
করবো নিস্তার যত অবিচার,
সময় এসেছে আগুন জ্বালাবার,
এবার নির্মূল করবো আছে যত অত্যাচার;
দিয়ে যাবো এবার না হয় প্রাণ,
ফিরিয়ে আনবোই এবার দেশের মান।
আবার বাঙ্গালির মুখে ফুটিয়ে তুলতে চাই,
আমার সোনার বাংলা, শান্তির আচ্ছাদনে বাংলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ সাইফুল আলম ০১/০৬/২০১৪চমৎকার আহবান।
-
রুমা চৌধুরী ০১/০৬/২০১৪বাহ, খুব খুব ভাল। সুন্দর। শুভেচ্ছা রইল। ভাল থাকুন।
-
দীপঙ্কর বেরা ০১/০৬/২০১৪বেশ ।
বাংলার প্রতি আমাদের সহানুভূতি থাক ।
ভাল লাগল । -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/০৬/২০১৪মানুষ হ! মানুষ হ! আবার তোরা মানুষ হ!
অনুকরণ খোলস ভেদি কায়মনে বাঙালী হ।
খুব ভালো লেগেছে -
আব্দুল বাসিত জাহেদ ০১/০৬/২০১৪valo laglo besh
-
তাহমিদ হাসান ০১/০৬/২০১৪দারুন ধন্যবাদ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/০৬/২০১৪প্রার্থনা করি আপনার ইচ্ছে যাতে পূরণ হয়।