www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার ধ্রুবতারা

সেদিনের আকাশটা ছিলো মেঘাচ্ছন্ন
তুমি আর আমি দু'জনে,
হেঁটে চলেছি রেললাইনের উপর
ভালোবাসার স্বপ্ন বুনে।

তোমার ঘনকালো রেশমি কেশগুলোর
মৃদু বাতাসে উড়ন্ত খেলা,
যেন সমুদ্রের বুকে শীতল ঢেউয়ের
আনন্দের এক অনন্য মেলা।

তোমার পদধ্বনিতে খণ্ড পাথরগুলো
টুনটুন শব্দে বেজে উঠছে,
তোমার কাজল-কালো চোখের পলকে
গগনের মেঘেরাও হারিয়ে যাচ্ছে।

তোমার অপরূপ রূপের মায়ার ঢলে
দখিণা বাতাসের বয়ে আসা,
তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিতে
খুঁজে পাই অতৃপ্ত ভালোবাসা।

তোমার উড়ন্ত ওড়নার জলন্ত রঙে
প্রজাপতিরাও হয়েছে ব্যাকুল,
তোমার নূপুরের ঝুনঝুন মনকাড়া শব্দে
গান ধরেছে রাজ্যের পক্ষিকুল।

তোমার এই অনন্য ভালোবাসার মাঝে
মিশে আছে আমার জীবনধারা,
এই মনের আকাশে হয়ে আছো তুমি
ভালোবাসার এক রঙিন ধ্রুবতারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ০১/০৬/২০১৪
    বেশ সুন্দর কথামালা
  • darun vali lekha !
    thanks....
  • চমৎকার ছন্দের সুন্দর কবিতা। কবি আপনার ছবি নেই কেন প্রফাইলে?
    • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
      বুঝি না, ছবি আপলোড দিলে হয় না।
      • মনে হয় ব্রাউজার সমস্যা। ভালো ব্রাউজার দিয়ে চেষ্টা করেন।
  • রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪
    খুব সুন্দর প্রেমের কবিতা। প্রেমের জয় হোক। অনেক শুভেচ্ছা কবিতার জন্য আর দুজন কে, যারা এই কবিতার নায়ক নায়িকা।
    • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
      কেন কবি??? তুমি কি বুঝলে না নায়ক-নায়িকা??

      অনেক ধন্যবাদ আপু।
      • রুমা চৌধুরী ০১/০৬/২০১৪
        হা হা হা সব বুঝেছি।
 
Quantcast