টোকাই
খুব সকালে এই শহরে
যখন সবাই হাটে,
টোকাই তখন পেটের দায়ে
ময়লা খাবার ঘাটে।
হাতে কারো ভাঙ্গা বাটি
হাতে কারো থালা,
গায়ে কারো ছেঁড়া কাপড়
গায়ে কারো ছালা।
কখনো ঘুমায় গাছতলায়
কখনো ফুটপাত,
এভাবেই কাটছে ওদের
হাজারো কষ্টের রাত।
পরতে কাপড় পায় না তারা
পায় না খেতে নাস্তা,
সারা জীবন খুঁজে বেড়ায়
বেঁচে থাকার রাস্তা।
যখন সবাই হাটে,
টোকাই তখন পেটের দায়ে
ময়লা খাবার ঘাটে।
হাতে কারো ভাঙ্গা বাটি
হাতে কারো থালা,
গায়ে কারো ছেঁড়া কাপড়
গায়ে কারো ছালা।
কখনো ঘুমায় গাছতলায়
কখনো ফুটপাত,
এভাবেই কাটছে ওদের
হাজারো কষ্টের রাত।
পরতে কাপড় পায় না তারা
পায় না খেতে নাস্তা,
সারা জীবন খুঁজে বেড়ায়
বেঁচে থাকার রাস্তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফজলে আদনান ০৬/০৬/২০১৪সত্যিই অসাধারন
-
সঞ্জয় ভট্টাচার্য ০১/০৬/২০১৪দারুন খুব ভাল লা গ ল
-
রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪কবিতা হিসাবে খুব সুন্দর। এই মানুষদের আমি রোজ দেখি। সত্যি খুব খারাপ লাগে। কিন্তু কিছু করতে পারি না। কিছু করলে বোল, আমার সমর্থন আছে। শুভেচ্ছা রইল।
-
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪যেন চোখে দেখে পেলাম
শুভেচ্ছা রইল -
জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪JUST HYPNOTISED
-
রনি হক ৩১/০৫/২০১৪সবার নজর উপরে ... ওদের কেউ দেখেনা ... শুধু আমরা কবি রা দেখি ...... অনেক ভালো লাগলো কবি ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪গোলযোগের কারনে কমেন্ট টি ঐ পোস্ট কারা যাচ্ছে না তাই এখানে দিলাম।
ইকবাল ভাইয়ের সবিনয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই তারুণ্য ব্লগ টি আর কখনোই জমজমাট হবেনা। এর কারণ অনেক গুলো। আমি যখন এখানে আসি তখন মোটামুটি কিছুটা হলেও সতেজ ছিলো। অনেক ই ভালো ভালো লেখা দিতেন মন্তব্যও করতেন সবাই সবার পোস্টে। কিন্তু ধীরে ধীরে সবাই ঝিমিয়ে পড়ে। এর কারণ এই সাইটের এডমিনের অক্ষমতা। তিনি মোটেই এই সাইটটি নিয়ে ভাবেন না। এতো সুন্দর একটি সাইট ভালো মানুষের হাতে পড়লে তরতর করে এগিয়ে যেতো। আগে ভালো ভালো কিছু প্রতিযোগিতা ছিলো তা একবার দিয়েই বন্ধ। আগে একটি পোস্ট এ কম করে হলেও দশ বিশটি কমেন্ট হতো। এখন কমেন্ট নেই এমন অনেক পোস্ট ই আছে। আগে দৈনিক কতগুলো পোস্ট হতো এখন কয়টি হয় সেটা দেখলেই বুঝতে পারবেন এই সাইটটির জনপ্রিয়তা কত হ্রাস পেয়েছে। মোট কথা এডমিন সময় দিতে না পারলে যারা নিয়মিত এখানে সময় দেন তাদের এডমিন করা হোক। কমপক্ষে দু চারজন নিয়মিত দেখাশোনা করলে খুব শীগ্রই এটি জনপ্রিয়তা ফিরে পাবে। জানি না এতো কঠিন কমেন্ট টি শেষ পর্যন্ত থাকবে কিনা। -
সুরজিৎ সী ৩১/০৫/২০১৪অনবদ্য সৃষ্টি! !
-
নীল আচার্য্য সমুদ্র ৩১/০৫/২০১৪Really nice....
-
আব্দুল বাসিত জাহেদ ৩১/০৫/২০১৪pore mugdho holam.
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/০৫/২০১৪দারুণ ছন্দের সাথে মর্মান্তিক চিত্রের সাহিত্য কর্ম।
-
শিমুল শুভ্র ৩০/০৫/২০১৪পড়লাম বেশ মুগ্ধ হলাম ।