সোনার বাংলা
এই সোনার বাংলায় জন্মেছি আমি
বাংলা আমার প্রাণ,
এই বাংলার মাঝে খুঁজে পাই আমি
জীবনের জয়গান।
নদ-নদীতে ঘেরা এদেশ আমার
ফুলে-ফলে ভরা,
সুজলা-সুফলা,শস্য-শ্যামলা
সকল দেশেরই সেরা।
ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি মিশে আছে
প্রতিটি মৃত্তিকার কণায়,
তাদের জীবনের বিনিময়ে গর্বিত আমরা
বেঁচে আছি স্বাধীনতায়।
ইতিহাসের মানচিত্রে আজ এদেশ
পেয়েছে আপন পরিচয়,
বিশ কোটি মানুষের সোনার দেশে
তবুও যেন বাঁচার ভয়।
সোনার বাংলার সোনার ছেলেরা
রাখবে দেশের মান,
রুখবে সকল অন্যায়-অত্যাচার
বিনিময়ে তাদের প্রাণ।
বাংলা আমার প্রাণ,
এই বাংলার মাঝে খুঁজে পাই আমি
জীবনের জয়গান।
নদ-নদীতে ঘেরা এদেশ আমার
ফুলে-ফলে ভরা,
সুজলা-সুফলা,শস্য-শ্যামলা
সকল দেশেরই সেরা।
ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি মিশে আছে
প্রতিটি মৃত্তিকার কণায়,
তাদের জীবনের বিনিময়ে গর্বিত আমরা
বেঁচে আছি স্বাধীনতায়।
ইতিহাসের মানচিত্রে আজ এদেশ
পেয়েছে আপন পরিচয়,
বিশ কোটি মানুষের সোনার দেশে
তবুও যেন বাঁচার ভয়।
সোনার বাংলার সোনার ছেলেরা
রাখবে দেশের মান,
রুখবে সকল অন্যায়-অত্যাচার
বিনিময়ে তাদের প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪
-
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪এ আশা যেন সফলতা পায়
এটুকুই বলতে পারি -
সুরজিৎ সী ২৯/০৫/২০১৪অনবদ্য! খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতা খানি পড়ে।
-
Mahfuza Sultana ২৯/০৫/২০১৪ভালো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/০৫/২০১৪চমৎকার লেখনীতে সুন্দর সাজিয়েছেন।
-
সফিউল্লাহ আনসারী ২৯/০৫/২০১৪ভাল লাগল..
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪ভাল লাগল পড়ে
অনেক শুভেচ্ছা রইল।