www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার খোঁজে

কোনো এক বাদল ধারার বিকালবেলায়
তোমায় দেখে আমার চোখ,
সেদিন থেকেই হৃদয়ে মিশে গেছো তুমি
মনেতে ভেসে বেড়ায় তোমার মুখ।

দিন যতই গড়িয়ে যাচ্ছে অতীতের কাছে
ততই তোমায় পড়ছে মনে,
কবে ধরা দিবে তুমি আমার ভালোবাসায়?
অপেক্ষায় আমি তোমার সনে।

তোমার খোঁজে আজ হয়েছি আমি দিশেহারা
ব্যাকুল করেছো এই আমাকে,
বিধাতা হয়তোবা আমার জন্যই যেন
সৃষ্টি করেছে তোমাকে।

গগনতলের প্রতিটি রাস্তায় তোমার সন্ধানে
হেটে চলেছি অবিরত,
কোথাও দেখিনি আমি তোমার মত রূপছায়া
আর খোঁজবো তোমায় কত?

অনেককেই দেখেছি তোমার মতো পাইনি
তুমি অদ্বিতীয়া;তুমি অনন্য,
তোমার জন্য অধীর প্রতিক্ষায় আছি আমি
তুমি বিনে আমি যেন শূণ্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪
    VISON VALO LAGLO KOBITA
  • Mahfuza Sultana ২৯/০৫/২০১৪
    ভালো লেগেছে !!!
  • তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪
    আপনার রোমান্টিকতার জয় হোক
    শুভেচ্ছা নেবেন
  • অমর কাব্য ২৮/০৫/২০১৪
    খুবই ভাল লাগল।মিস করি আপনাকে
 
Quantcast