www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোলন মিয়ার প্রেম

ছেলের বয়স কম হয়নি
প্রায় বছর আটাশ,
প্রেমে ছ্যাকা খেতে খেতে
মনটা বড়ই হতাশ।

শিক্ষা-দীক্ষায়ও বেশ ভালো
ফ্যাশন ডিজাইনার,
প্রেমের খেলা অনেক খেলেছে
হইনি উইনার।

মেয়ে একটা প্রেম করতে
হয়েছে এবার রাজি,
শর্ত দিল বেকার থাকা চলবেনা
চাকুরী খুঁজো আজি।

নামটা যে তার "দোলন মিয়া"
ভাড়া বাড়িতে থাকে,
চাকরির খোঁজে ঘুরে বেড়ায়
শহরের বাঁকে বাঁকে।

কোথাও খুঁজে পেলো না সে
একটাও ভেকেন্সি,
মনের দুঃখে বাসায় ফিরলো
করবে এখন কী?

অবশেষে হাজার চেষ্টা করে
চাকরির দেখা মেলে,
চাকরিটা হয় রানাভোলার
জুয়েলের স্কুলে।

পোস্ট-পজিশনও বেশ ভালো
হিসাব-নিকাশের কাজ,
বেতনও পাবে হাজার দশেক
গুছলো বেকারের লাজ।

একদিন হঠাৎ "দোলন মিয়া"
পার্কে হাঁটতে গেলো,
প্রেমিকার হাত অন্যের হাতে
"দোলন" দেখতে পেলো।

এই দৃশ্য দেখে "দোলন মিয়া"র
অশ্রু আসলো চোখে,
ঘরে ফিরলো সে হতাশ মনে
দুঃখের পাহাড় বুকে।

এই ছ্যাকাতে "দোলন মিয়া"র
ব্রেনে আঘাত আনে,
মাথার ঘণকালো চুলগুলো সব
পাকছে দিনে দিনে।

"দোলন মিয়া" এখন বড্ড একা
প্রেমে ছ্যাকা খেয়ে,
চাকরিও এবার ছাড়তে পারে
কঠিন দুঃখ পেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahfuza Sultana ৩০/০৫/২০১৪
    ভালো লাগলো অনেক!!!!
  • রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪
    হা হা হা হা দারুন সুন্দর। বাস্তব ঘট্না কিন্তু মজা করে লেখা। খুব আনন্দ পেলাম। খুব সুন্দর। শুভেচ্ছা রইল।
    • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
      সত্যিই, এটা একটা বাস্তব ঘটনার কাব্যিকতায় প্রকাশ।
      ২য় পার্ট পড়ার আমন্ত্রণ জানালাম আপু।
  • সুরজিৎ সী ২৮/০৫/২০১৪
    অনবদ্য!
  • তাইবুল ইসলাম ২৮/০৫/২০১৪
    বাহ
    আপনার কবিতার নায়কটা বড় রোমান্টিক!
    • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
      নায়কটা আমার বন্ধু।
      • তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪
        হ াহা
        জেনে ভাল লাগল
  • অমর কাব্য ২৮/০৫/২০১৪
    পড়লাম,খুব ভাললাগল,শুভেচ্ছা নিবেন।
 
Quantcast