কপালের দায়
জীবনে শুধু সুখ পাওয়াটা-ই
বড় কিছু নয়,
কিছু চাওয়া আর পাওয়ায় থাকে
কষ্ট পাবার ভয়।
সুখী হতে চাইলেই কী সবাই
সুখী হতে পারে,
শেষ গন্তব্যে গিয়েও সে হয়ত বা
হেরে যেতে পারে।
হৃদয় দিয়ে বুঝাতে গিয়েও তোমার
মন ভেঙে যদিও যায়,
কষ্ট পেয়েও কাঁদার কিছু নেই
এটাই কপালের দায়।
বড় কিছু নয়,
কিছু চাওয়া আর পাওয়ায় থাকে
কষ্ট পাবার ভয়।
সুখী হতে চাইলেই কী সবাই
সুখী হতে পারে,
শেষ গন্তব্যে গিয়েও সে হয়ত বা
হেরে যেতে পারে।
হৃদয় দিয়ে বুঝাতে গিয়েও তোমার
মন ভেঙে যদিও যায়,
কষ্ট পেয়েও কাঁদার কিছু নেই
এটাই কপালের দায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৭/০৫/২০১৪প্রথ্ম স্তবকটা আমাকে ভালো দারুণ লাগল ।
-
এস,বি, (পিটুল) ২৬/০৫/২০১৪চমৎকার
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪সুখী হতে চাইলেই কী সবাই
সুখী হতে পারে,
শেষ গন্তব্যে গিয়েও সে হয়ত বা
হেরে যেতে পারে।
.
good ! -
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪বাহঃ, খুব ভাল লাগল। সত্যি ......কষ্ট পেয়েও কাঁদার কিছু নেই...। তবু তো আমরা চোখের জল ফেলি।
আপনার কবিতা সতি ই মন ছুয়ে যায়। আনেক শুভেচ্ছা রইল। -
তাইবুল ইসলাম ২৬/০৫/২০১৪খুব ভাল লাগল
শুভেচ্ছা নেবেন -
সুরজিৎ সী ২৬/০৫/২০১৪বাস্তব জীবনের অভিজ্ঞতা কী দারুণ ভাবে প্রকাশ করেছেন। শুভেচ্ছা রইল কবি।