www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছে ভুলের মাশুল

মিছে ভুলের মাশুল আজ দিতে দিতে
নিঃস্ব হয়েছি আমি,
প্রতিটি ভুলের জন্য দায়ী করেছো আমায়
পর্দার আড়ালে থেকে তুমি।

ভুল কী করেছিলাম শুধুই আমি একা
নিজের সুখটাকে ভেবে?
প্রতিটি পদক্ষেপে তুমিই ছিলে আমার পাশে
ভুলে গেলে তা কীভাবে?

যা হবার ছিলনা তা কেনো আজ হলো
মনকে বুঝাতে পারি না,
চারদিকে শুধুই কষ্টের কালো ছায়ায়
স্পষ্ট কিছুই দেখি না।

মিছে ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে
ফিরে চলো সমঝোতায়,
অনন্য ভুবনে আবাস বাঁধবো দু'জনে
পরিপূর্ণ থাকবে ভালোবাসায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪
    অসাধারণ। কিন্তু এত মন কে ছুঁয়ে যাচ্ছে যে একসঙ্গে বেশী পড়তে পারলাম না। ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
    • কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪
      আপু আপনার মন্তব্যের তুলনা হয় না।
      এভাবে আপনাকে পাশে চাই নিরবধি।
      ভালো থাকবেন নিরন্তর।
      • রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪
        ধন্যবাদ।
        • কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪
          আপনাকে স্বাগতম।
          • রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪
            নতুন কবিতা ত প্রকাশ হচ্ছেই না কি করব?
            • কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪
              কেন?; প্রকাশ হবে না কেনো?
              এখানে প্রকাশ হচ্ছে না??
              • রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪
                gato kal 2 pm ar samai akta kobita post korechi. Aj 10 am r samai ar akta natun kobita post korechhi. Kintu publish to hochhei na.
                • কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪
                  এটা এডমিন মহোদয় ভালো জানেন। তবে প্রথম ৩টা পোস্ট একটু দেরি করে পোস্টিং হয়া এই ৩টা পোস্ট এডমিন যাচাই বাচাই করে পোস্ট করেন।
                  পরবর্তী পোস্টগুলো আপনি দেয়ার সাথে সাথেই হয়ে যাবে।
                  এটা তারুণ্যের নিয়ম।
  • এস,বি, (পিটুল) ২৫/০৫/২০১৪
    প্রতিটি ভুলের জন্য দায়ী করেছো আমায়
    পর্দার আড়ালে থেকে তুমি।(এ লাইন টা ভালো লাগলো)
  • অমর কাব্য ২৫/০৫/২০১৪
    আই ডিজার্ব ইট।
  • সুরজিৎ সী ২৫/০৫/২০১৪
    এটাই তো বাস্তবতা।
    শুভেচ্ছা রইল কবি।
  • দীপঙ্কর বেরা ২৫/০৫/২০১৪
    তাই তো হয় ।
    ভাল লাগল ।
 
Quantcast