মিছে ভুলের মাশুল
মিছে ভুলের মাশুল আজ দিতে দিতে
নিঃস্ব হয়েছি আমি,
প্রতিটি ভুলের জন্য দায়ী করেছো আমায়
পর্দার আড়ালে থেকে তুমি।
ভুল কী করেছিলাম শুধুই আমি একা
নিজের সুখটাকে ভেবে?
প্রতিটি পদক্ষেপে তুমিই ছিলে আমার পাশে
ভুলে গেলে তা কীভাবে?
যা হবার ছিলনা তা কেনো আজ হলো
মনকে বুঝাতে পারি না,
চারদিকে শুধুই কষ্টের কালো ছায়ায়
স্পষ্ট কিছুই দেখি না।
মিছে ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে
ফিরে চলো সমঝোতায়,
অনন্য ভুবনে আবাস বাঁধবো দু'জনে
পরিপূর্ণ থাকবে ভালোবাসায়।
নিঃস্ব হয়েছি আমি,
প্রতিটি ভুলের জন্য দায়ী করেছো আমায়
পর্দার আড়ালে থেকে তুমি।
ভুল কী করেছিলাম শুধুই আমি একা
নিজের সুখটাকে ভেবে?
প্রতিটি পদক্ষেপে তুমিই ছিলে আমার পাশে
ভুলে গেলে তা কীভাবে?
যা হবার ছিলনা তা কেনো আজ হলো
মনকে বুঝাতে পারি না,
চারদিকে শুধুই কষ্টের কালো ছায়ায়
স্পষ্ট কিছুই দেখি না।
মিছে ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে
ফিরে চলো সমঝোতায়,
অনন্য ভুবনে আবাস বাঁধবো দু'জনে
পরিপূর্ণ থাকবে ভালোবাসায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪অসাধারণ। কিন্তু এত মন কে ছুঁয়ে যাচ্ছে যে একসঙ্গে বেশী পড়তে পারলাম না। ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
-
এস,বি, (পিটুল) ২৫/০৫/২০১৪প্রতিটি ভুলের জন্য দায়ী করেছো আমায়
পর্দার আড়ালে থেকে তুমি।(এ লাইন টা ভালো লাগলো) -
অমর কাব্য ২৫/০৫/২০১৪আই ডিজার্ব ইট।
-
সুরজিৎ সী ২৫/০৫/২০১৪এটাই তো বাস্তবতা।
শুভেচ্ছা রইল কবি। -
দীপঙ্কর বেরা ২৫/০৫/২০১৪তাই তো হয় ।
ভাল লাগল ।