কোথায় সেই বৃক্ষরাজি
বটবৃক্ষ তলে ক্লান্ত শরীরে বসা
একটু স্বস্তির আশায়,
শান্তির ছায়ায় ক্লান্তির অবসান করে
ঢাল ভেঙ্গে নিয়েছো আবার।
আজ কোথায় আমার প্রকৃতির ঘন অরণ্য?
কোথায় আজ শান্তির বৃক্ষচ্ছায়া?
আজ যেনো শুধুই দূসর মরুভূমি
অট্টালিকায় ভরা এই ধরনী।
দিনে দিনে বৃক্ষরাজির নিধনে
আজ বৃক্ষ শূণ্যে আমাদের বসবাস,
বৃক্ষ নিধন করে তৈরি ইটখোলা,
বায়ুপথে কালো ধোঁয়ার অবিরত চলাচলে
ব্যাহত বিশুদ্ধ বায়ুচলন।
অচিরেই দেখতে হবে বৃক্ষহীন এই বাংলা
থাকবেনা নির্মল বায়ু আর অক্সিজেন,
এখনি যেনো নিঃশ্বাস আঁটকে যায় যায়
তবুও অনাবরত বৃক্ষনিধন,
পুরিয়ে যাচ্ছে যেন প্রকৃতির জীবন।
চাই না এই ইটে গড়া শহর
চাই না কোন বহুতল আবাস,
আমি শুধু একটু শান্তি চাই,
আমি আমার অতীত অরণ্যকে চাই
আমি বৃক্ষে ঘেরা সোনার বাংলা চাই।
একটু স্বস্তির আশায়,
শান্তির ছায়ায় ক্লান্তির অবসান করে
ঢাল ভেঙ্গে নিয়েছো আবার।
আজ কোথায় আমার প্রকৃতির ঘন অরণ্য?
কোথায় আজ শান্তির বৃক্ষচ্ছায়া?
আজ যেনো শুধুই দূসর মরুভূমি
অট্টালিকায় ভরা এই ধরনী।
দিনে দিনে বৃক্ষরাজির নিধনে
আজ বৃক্ষ শূণ্যে আমাদের বসবাস,
বৃক্ষ নিধন করে তৈরি ইটখোলা,
বায়ুপথে কালো ধোঁয়ার অবিরত চলাচলে
ব্যাহত বিশুদ্ধ বায়ুচলন।
অচিরেই দেখতে হবে বৃক্ষহীন এই বাংলা
থাকবেনা নির্মল বায়ু আর অক্সিজেন,
এখনি যেনো নিঃশ্বাস আঁটকে যায় যায়
তবুও অনাবরত বৃক্ষনিধন,
পুরিয়ে যাচ্ছে যেন প্রকৃতির জীবন।
চাই না এই ইটে গড়া শহর
চাই না কোন বহুতল আবাস,
আমি শুধু একটু শান্তি চাই,
আমি আমার অতীত অরণ্যকে চাই
আমি বৃক্ষে ঘেরা সোনার বাংলা চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৩/০৫/২০১৪
-
এস,বি, (পিটুল) ২৩/০৫/২০১৪Thanks diya soto korbo na dada. Sundor
-
সুরজিৎ সী ২৩/০৫/২০১৪চমৎকার! প্রকৃতি প্রেমের কবিতা লিখেছেন। শুভেচ্ছা রইল কবি।
-
তাইবুল ইসলাম ২৩/০৫/২০১৪কি করবেন গাছ এখন আসবাবপত্র বানানোর জিনিষ
অক্সিজেন না!!!!!!
কোথায় আজ শান্তির বৃক্ষচ্ছায়া?
আজ যেনো শুধুই দূসর মরুভূমি
অট্টালিকায় ভরা এই ধরনী।
.
সুন্দর লিখেছেন কবি !