এটাই কী স্বাধীনতা
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এ বাংলা
হয়েছিলো নাকী স্বাধীন,
স্বাধীন দেশে এখনো পরাধীনে বসবাস
এখনো যেন একাত্তরের যুদ্ধের আভাস,
এখনো যেন পাক-হানাদার করবে গ্রাস।
আজো কেনো এই দুঃশাসন?
কেনো আজো দাঙ্গাবাজি?
স্বাধীন বাংলায় এটা-ই কী শহীদদের সম্মান?
আমি বলবো,আজো আমরা একাত্তরের শোষণে
আজো আমরা পরের কাছে জব্দ,
নেই যেখানে কোনো সেচ্ছা সায়।
এটা-ই কী স্বাধীনতা?
নাকী শুধুই মানচিত্রে অঙ্কিত চিত্র?
তবে কীসের এ স্বাধীনতা;
যেখানে নেই কোনো স্বাধীন জীবনযাপন,
নেই কোনো ভ্রাতৃত্ববোধ,নেই কোনো আইন,
যেখানে শুধুই পরের সুখটাকে কেড়ে নেয়া
নিজেদের বিত্তের পহাড় গড়া।
যেখানে নেই আজ মহসীনের মত দানশীল,
নেই ফজলুল হকের মত বাংলার বাঘ,
আছে শুধুই মানুষরূপী নরপিশাচ,
আর জোঁকের মত রক্তচোষা।
বাঁচতে চাই এই স্বাধীন ভূমিতে
আমি আমার সোনার বাংলা চাই,
পরাধীনতার গ্লানি থেকে মুক্তি চাই,
চাই শহীদদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা।
হয়েছিলো নাকী স্বাধীন,
স্বাধীন দেশে এখনো পরাধীনে বসবাস
এখনো যেন একাত্তরের যুদ্ধের আভাস,
এখনো যেন পাক-হানাদার করবে গ্রাস।
আজো কেনো এই দুঃশাসন?
কেনো আজো দাঙ্গাবাজি?
স্বাধীন বাংলায় এটা-ই কী শহীদদের সম্মান?
আমি বলবো,আজো আমরা একাত্তরের শোষণে
আজো আমরা পরের কাছে জব্দ,
নেই যেখানে কোনো সেচ্ছা সায়।
এটা-ই কী স্বাধীনতা?
নাকী শুধুই মানচিত্রে অঙ্কিত চিত্র?
তবে কীসের এ স্বাধীনতা;
যেখানে নেই কোনো স্বাধীন জীবনযাপন,
নেই কোনো ভ্রাতৃত্ববোধ,নেই কোনো আইন,
যেখানে শুধুই পরের সুখটাকে কেড়ে নেয়া
নিজেদের বিত্তের পহাড় গড়া।
যেখানে নেই আজ মহসীনের মত দানশীল,
নেই ফজলুল হকের মত বাংলার বাঘ,
আছে শুধুই মানুষরূপী নরপিশাচ,
আর জোঁকের মত রক্তচোষা।
বাঁচতে চাই এই স্বাধীন ভূমিতে
আমি আমার সোনার বাংলা চাই,
পরাধীনতার গ্লানি থেকে মুক্তি চাই,
চাই শহীদদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২২/০৫/২০১৪
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪ইকবাল ভাই কবিতায় চমৎকার ভাবনার প্রতিচ্ছবি এঁকেছেন।
-
তাইবুল ইসলাম ২২/০৫/২০১৪না এ স্বাধীনতা নামের সান্তনা
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪অসাধারণ কথা ও ভাবনা। চমৎকার কবিতা।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৫/২০১৪তুমি আসবে বলে হে স্বাধীনতা
সখিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
মনে পড়ে গেল- খুব ভালো লেগেছে কবিতা
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে...
এ দেশ কি ভুলে গেছে সোই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধে ছিলো ।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার ,
আজ তারা আলোহিন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় ।
এ যেন নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা-- একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরোনো শকুন ।