ফিরে আসার আহ্বান
কষ্টের সমুদ্রে কাটছি সাঁতার
আজো কোনো কূল খুঁজে পাই নি আমি,
পাই নি একটু ঠাঁইয়ের ইশারা;
তবুও আশার অপেক্ষায়
আশা-ই যে আমার বাঁচে থাকার ভেলা।
দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সাঁঝ,
তবু আমার একাকিত্বে বসবাস,
এ প্রহর যে কত কষ্টের,কত যন্ত্রনার
জানে শুধু ঐ নিরাকার।
জানি তুমি আড়ালে থেকে সবই দেখছো,
রেখে আমায় দৃষ্টির আগোচরে।
কেন এই লুকোচুরি খেলা?
কেনো এই দুঃসহ দুঃখের সাগরে ভাসা?
নাকী পরখ করছো আমায়?
জানি না কি তোমার মনে;
তবুও যে এই হৃদয় তোমার সনে
বারে বারে ছুটে যায়।
সবকিছু ভুলে,হৃদয়দ্বার খুলে
এবার আলিঙ্গন করে ধরো;
আর পারছি না, কষ্টের সীমা হারিয়ে
জানাই আবারো ফিরে আসার আহ্বান,
সাঁড়া দাও, না হয় মরন-ই যে আমার গন্তব্য।
আজো কোনো কূল খুঁজে পাই নি আমি,
পাই নি একটু ঠাঁইয়ের ইশারা;
তবুও আশার অপেক্ষায়
আশা-ই যে আমার বাঁচে থাকার ভেলা।
দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সাঁঝ,
তবু আমার একাকিত্বে বসবাস,
এ প্রহর যে কত কষ্টের,কত যন্ত্রনার
জানে শুধু ঐ নিরাকার।
জানি তুমি আড়ালে থেকে সবই দেখছো,
রেখে আমায় দৃষ্টির আগোচরে।
কেন এই লুকোচুরি খেলা?
কেনো এই দুঃসহ দুঃখের সাগরে ভাসা?
নাকী পরখ করছো আমায়?
জানি না কি তোমার মনে;
তবুও যে এই হৃদয় তোমার সনে
বারে বারে ছুটে যায়।
সবকিছু ভুলে,হৃদয়দ্বার খুলে
এবার আলিঙ্গন করে ধরো;
আর পারছি না, কষ্টের সীমা হারিয়ে
জানাই আবারো ফিরে আসার আহ্বান,
সাঁড়া দাও, না হয় মরন-ই যে আমার গন্তব্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রায়হান রহমান ২২/০৫/২০১৪সৃজনশীলতা প্রকাশ পেয়েছে লেখুনিতে আপনার........
-
সফিউল্লাহ আনসারী ২১/০৫/২০১৪সুন্দর প্রকাশ ...
! -
তাইবুল ইসলাম ২১/০৫/২০১৪গভীর ভাবের সাবলীল এবং সুন্দর প্রকাশ
শুভেচ্ছা রইল -
সুরজিৎ সী ২১/০৫/২০১৪অসাধারণ ভাবনা। অসম্ভব সুন্দর কবিতা খানি।
"দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সাঁঝ, " এই লাইনটি - - দিন পেরিয়ে সাঁজ, সাঁজ পেরিয়ে রাত, হলে বোধহয় আরো সুন্দর হত।
কবিতাটি খুবই সুন্দর হয়েছে। কিন্তু এর লোভ সামলাতে পারলাম না। -
মোঃওবায় দুল হক ২১/০৫/২০১৪অসাধারন, খুব ভাল লাগল।আপনার কবিতা খুব ভাল লাগে ইকবাল ভাই