ফিরে যেতে চাই অতীতে
নতুনের ভূবনে নতুনকে পেয়ে আজ
ভুলেছি আমরা পুরাতনকে,
নতুনকে নিয়ে জগৎ সংসার সাজিয়ে
মনোচ্যুত করেছি অতীতকে।
এখন ফিরে যেতে চায় আবার জীবন
সেই অতীতের তরে,
নতুন বড়ই দুঃসহ আর কঠিনতর
বাঁধা আসে বারে বারে।
অতীত আমায় দিেয়ছিল যে চাওয়াগুলো
তা ছিলো বড়ই অনন্য,
নতুন যা দিয়েছে কেড়ে নিয়েছে দ্বিগুণ
পাওয়াগুলো ছিলো খুবই নগণ্য।
নতুনের শাসন যেন একচেটিয়া শোষণ
সাধারণরা বড়ই অসহায়,
লুটেপুটে খাচ্ছে লঘুগোষ্ঠীর রক্তের অর্জন
ন্যায়ের নেই কোন ঠাঁই।
এই রক্তচোষারাই নতুনের শাসনকর্তা
হিংস্র পশুর ন্যায় তারা,
অতীতকেই ফিরিয়ে দাও হে নিরাকার
আর আশ্রয় নেই তুমি ছাড়া।
ভুলেছি আমরা পুরাতনকে,
নতুনকে নিয়ে জগৎ সংসার সাজিয়ে
মনোচ্যুত করেছি অতীতকে।
এখন ফিরে যেতে চায় আবার জীবন
সেই অতীতের তরে,
নতুন বড়ই দুঃসহ আর কঠিনতর
বাঁধা আসে বারে বারে।
অতীত আমায় দিেয়ছিল যে চাওয়াগুলো
তা ছিলো বড়ই অনন্য,
নতুন যা দিয়েছে কেড়ে নিয়েছে দ্বিগুণ
পাওয়াগুলো ছিলো খুবই নগণ্য।
নতুনের শাসন যেন একচেটিয়া শোষণ
সাধারণরা বড়ই অসহায়,
লুটেপুটে খাচ্ছে লঘুগোষ্ঠীর রক্তের অর্জন
ন্যায়ের নেই কোন ঠাঁই।
এই রক্তচোষারাই নতুনের শাসনকর্তা
হিংস্র পশুর ন্যায় তারা,
অতীতকেই ফিরিয়ে দাও হে নিরাকার
আর আশ্রয় নেই তুমি ছাড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল বাসিত জাহেদ ০২/০৬/২০১৪valo laglo
-
Mahfuza Sultana ০১/০৬/২০১৪সেরা ......................!!!!!
-
রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪খুব সুন্দর কবিতা। নতুন আর পুরাতনের দ্বন্দ্ব। পুরাতন কে ই আমরা চাই। ভালবাসি। ভাল লাগল কবিতা টা। শুভেচ্ছা রইল।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪চমৎকার হয়েছে ভাই।
-
সোহেল রানা বীর ২০/০৫/২০১৪ভালো
-
সুলতান মাহমুদ ২০/০৫/২০১৪দারুন
-
এস,বি, (পিটুল) ২০/০৫/২০১৪valo laglo kobi
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪""এই রক্তচোষারাই নতুনের শাসনকর্তা
হিংস্র পশুর ন্যায় তারা,
অতীতকেই ফিরিয়ে দাও হে নিরাকার
আর আশ্রয় নেই তুমি ছাড়া।""
অতীব বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেছেন কবি