www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কবি নই

বলতে চাইনা আমি কোন বড় কবি,
তবুও যে আমি লিখি,
একটু লিখার চেষ্টা করি।

জানি তোমরা অনেকেই ধিক্কার দাও
কবি নাম কেনো এই নামের পশ্চাতে?
তবুও বলছি; লিখতাম একটু-আধটু
কাগজ কিংবা ক্ষুদ্র ম্যাগাজিনে।

কবি বলে ডাকতেন খুব আদর করে
আমার শিক্ষাগুরু রঞ্জন সাহা;
বড্ড ভালোবাসতাম যে গুরুকে,
তাইতো তার নামখানা রাখা।

জানি পারবো না হতে কখনো
রবী ঠাকুর কিংবা নজরুল,
তবুও লিখে যাই গুরুদের রেখে মনে
তবু চেষ্টা করি কিছু লিখতে।

আমি কবি নয়, তবুও লিখি,
আমি শুধু হতে চাই গুরুদের শিষ্য,
তাইতো একটু-আধটু লিখে যাই।

কারো ধিক্কারে রুখবে না লিখা,
আমি তবুও লিখে যেতে চাই অনবদ্য,
গুরুদের রেখে এই মনে।

কর্ম-ই বলে দেয় কারো পরিচয়,
নামে কী বা আসে যায়;
তবুও বলছি, আমি অবিরত লিখেই যাব,
কারো ধিক্কারে রুখবে না এই লেখা
যদিও আমি বড় কবি নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahfuza Sultana ২৯/০৫/২০১৪
    সুন্দর!!!
  • জোছনা ভেজা মন ২৯/০৫/২০১৪
    ASADHARON LAGLO
  • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
    কারো ধিক্কারে কোনো দিন কেউ নিচে নেমে আসে না, আর থমে যাওয়া ও ঠিক না। অমন পবিত্র ও সত্যের উজ্জ্বল পথে এগিয়ে যাওয়াই উচিত। তা না হলে আজ কাজী নজরুল ইসলাম বা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো উজ্জ্বল প্রতিভা বিশ্বে বিরাজমান হতেন না।

    কবি নিজেই নিজেকে আবহেলা করবেন না।।

    শুভেচ্ছার সঙ্গে কবিকে আমার পাতায় আসার জন্য আমন্ত্রণ রইল।
  • এস,বি, (পিটুল) ১৯/০৫/২০১৪
    ধন্যবাদ কবি।
  • মোঃওবায় দুল হক ১৯/০৫/২০১৪
    খুব সুন্দর
  • বিপ্লব ১৯/০৫/২০১৪
    তবুও যে আমি লিখি
    সিঁড়িটা এখানে উজ্জল দেখি।
  • সুলতান মাহমুদ ১৯/০৫/২০১৪
    চেষ্টা করুন। অবশ্যই পারবেন
 
Quantcast