www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধ করো দুঃশাসন

দিন যতই অতিবাহিত হচ্ছে জীবন ততই
প্রতিযোগিতামূলক হয়ে পড়ছে,
অভাব যতই জীবনকে গ্রাস করতে আসছে
মানুষ ততই কর্মমুখী হচ্ছে।

অাধুনিকতার সমাজে সবাই আজ সোচ্চার
জীবনকে অতিবাহিত করতে,
প্রতিনিয়তই জীবনযুদ্ধের মুখোমুখি হচ্ছে
একটু শান্তির ঠিকানা খুঁজতে।

কেউ সুবিশাল অট্টালিকায় বসবাস করছে
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে,
কারো রাত্রিযাপন রাস্তায়
কিংবা গাছতলায়
দুঃখ,কষ্ট আর অনাচারে।

নানান মানুষের এই আজব সমাজবিধিতে
বিত্তশালীরাই নিয়ছে শাসনভার,
দরিদ্রকে শাসন করছে ভিত্তিহীন নীতিতে
করছে নানা অত্যাচার-অনাচার।

এই অনাচার আর দুঃশাসন বন্ধ করো
গরিবকে দাও তাদের অধিকার,
তারাও সমাজের মানুষ, বাঁচতে দাও তাদের
বন্ধ করো এই অবিচার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪
    খুব ভাল লাগল কবিতা টা পড়ে। অনেক শুভেচ্ছা রইল।
  • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
    অনবদ্য। খুবই সুন্দর প্রতিবাদ ভাবনা কিন্তু তৃতীয় লাইনে বানানের একটু গরমিল দেখলাম। যথা:- ঘ্রাস নয় গ্রাস

    শুভেচ্ছা রইল কবি......
  • এস,বি, (পিটুল) ১৯/০৫/২০১৪
    prothom 2 like valo laglo
 
Quantcast