একেলা পথে
উদাস মনে হেঁটে চলছি,
পথপার্শ্বে দুর্বা ঘাসের বাতাসে দোলা,
মনের মাঝে তোমার উঁকি দিয়ে যাওয়া,
তবুও হেঁটে চলেছি একেলা পথে।
মাঝে মাঝে মৃদু বাতাসের বয়ে যাওয়া
উড়ন্ত প্রজাপতির রঙিন পাখাদুটো
সূর্যের আলোয়ে ঝিকিমিকি খেলা,
তবুও হেঁটে চলেছি একেলা পথে।
শূণ্যের মাঝে যেন আমি উড়ছি তখনো
কখনো আবার দিক হারিয়ে ফেলছে মন,
তবুও সামনে হাঁটা আনমনে।
হঠাৎ কাঁটার আঘাত; অসহনীয় ব্যথায়
বসে পড়েছি পথমাঝে,
যন্ত্রনায় কাতর,তবুও তোমার খোঁজে
আবারো হেঁটে চলেছি।
চলেছি অবিরত একেলা পথে
সম্মুখদিক এবার আঁধারে ঘেরা,
সব শূণ্য, তবুও আমি একেলা পথে,
তবুও খুঁজছি তোমায় আঁধারের মাঝে।
পথপার্শ্বে দুর্বা ঘাসের বাতাসে দোলা,
মনের মাঝে তোমার উঁকি দিয়ে যাওয়া,
তবুও হেঁটে চলেছি একেলা পথে।
মাঝে মাঝে মৃদু বাতাসের বয়ে যাওয়া
উড়ন্ত প্রজাপতির রঙিন পাখাদুটো
সূর্যের আলোয়ে ঝিকিমিকি খেলা,
তবুও হেঁটে চলেছি একেলা পথে।
শূণ্যের মাঝে যেন আমি উড়ছি তখনো
কখনো আবার দিক হারিয়ে ফেলছে মন,
তবুও সামনে হাঁটা আনমনে।
হঠাৎ কাঁটার আঘাত; অসহনীয় ব্যথায়
বসে পড়েছি পথমাঝে,
যন্ত্রনায় কাতর,তবুও তোমার খোঁজে
আবারো হেঁটে চলেছি।
চলেছি অবিরত একেলা পথে
সম্মুখদিক এবার আঁধারে ঘেরা,
সব শূণ্য, তবুও আমি একেলা পথে,
তবুও খুঁজছি তোমায় আঁধারের মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ১৯/০৫/২০১৪ভালো লাগল
-
সুরজিৎ সী ১৯/০৫/২০১৪চমৎকার, খুব সুন্দর। কবিকে আমার পাতায় আসার জন্য আমন্ত্রণ রইল।
-
সফিউল্লাহ আনসারী ১৮/০৫/২০১৪ভালো লাগলো
-
দীপঙ্কর বেরা ১৮/০৫/২০১৪খুব সুন্দর
-
রায়হান রহমান ১৮/০৫/২০১৪সব শূন্য, তবুও আমি একেলা পথে
তবুও খুজেছি তোমায় আঁধারের মাঝে....
......... ভালো লাগলো....লাইন...দুইটা.....