www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরূপা

অপরূপ ঐ চাঁদের পানে তাকিয়েও
পাইনি আমি তোমার রূপ,
তুমি যে এক অনন্য রূপধারার সৃষ্টি
তোমার হাসিতে প্রকৃতিও নিঃচুপ।

তোমায় খুঁজে পাইনি আমি ঐ নীল আকাশে
তোমায় পেয়েছি স্বপ্নমাঝে,
তোমায় রাখিনি কোন রাজ্যের রাজপ্রাসাদে
রেখেছি শুধু এ হৃদয়মাঝে।

তুমি এসেই যেন ভরিয়ে দিলে আমার
মনের অতৃপ্ত শত আশা,
তুমি রাঙিয়ে দিয়েছো এই হৃদয়ের নিবাস
দিয়ে অনন্ত ভালোবাসা।

তোমার হরিণী চোখের দৃষ্টিতে আমি
দেখেছি অফুরন্ত প্রেমের মায়া,
তোমার কালো উড়ন্ত কেশের মাঝে
খুঁজে পেয়েছি শান্তির ছায়া।

তোমার হাতের স্পর্শতায় দেহ আমার
শিহরে উঠে যেন প্রতিক্ষণ,
তোমার মিষ্টি কণ্ঠের গীতের মাঝে যেন
অমৃত খুঁজে পায় এই মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃওবায় দুল হক ১৭/০৫/২০১৪
    মনের মতো!খুব ভাল লাগলল কবি
  • সুরজিৎ সী ১৭/০৫/২০১৪
    অসাধারন প্রেমের অনুভূতি। just mind blowing.
  • এস,বি, (পিটুল) ১৬/০৫/২০১৪
    abar porlam
  • তাইবুল ইসলাম ১৬/০৫/২০১৪
    বাহ
    অনন্য কবিতা
  • এস,বি, (পিটুল) ১৬/০৫/২০১৪
    chomot-kar
 
Quantcast