তোমার সন্ধানে
অবিরত ঘোলাটে এই জীবনে
পাইনি আজো তোমাকে,
নীল দিগন্তের মত খোলা এ মন
আছো এ হৃদয়ের বাঁকে।
তুমি কোন কাননে ফুটে আছো?
মালি হতে চাই আমি,
তোমার সন্ধানে ব্যাকুল এ হৃদয়
যেন জীবনের চেয়েও দামি।
জানিনা কোন যে লগনে দেখা দিবে?
মন যে আর মানছে না,
সময়টাও যেন ধীরে ধীরে পার হচ্ছে
প্রহরও যেন কাটছে না।
তোমার অপেক্ষায় থেকে থেকে
ভুলেছি নিজেকে নিজেই,
দোলা দাও সারাক্ষণ এ মস্তিষ্কমাঝে
মন বসেনা কোনো কাজেই।
আর কত আমার দূরে থাকবে তুমি?
আসো এই মন পাঁজরে,
ভাসাবো ভালোবাসার সোনার ডিঙি
অথৈ জলের নীল সাগরে।
পাইনি আজো তোমাকে,
নীল দিগন্তের মত খোলা এ মন
আছো এ হৃদয়ের বাঁকে।
তুমি কোন কাননে ফুটে আছো?
মালি হতে চাই আমি,
তোমার সন্ধানে ব্যাকুল এ হৃদয়
যেন জীবনের চেয়েও দামি।
জানিনা কোন যে লগনে দেখা দিবে?
মন যে আর মানছে না,
সময়টাও যেন ধীরে ধীরে পার হচ্ছে
প্রহরও যেন কাটছে না।
তোমার অপেক্ষায় থেকে থেকে
ভুলেছি নিজেকে নিজেই,
দোলা দাও সারাক্ষণ এ মস্তিষ্কমাঝে
মন বসেনা কোনো কাজেই।
আর কত আমার দূরে থাকবে তুমি?
আসো এই মন পাঁজরে,
ভাসাবো ভালোবাসার সোনার ডিঙি
অথৈ জলের নীল সাগরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪আবারো স্বাগতম।
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪চমত্কার
-
তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪চমৎকার কবিতা
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৫/২০১৪দারুন লিখেছেন তো !
-
মোঃওবায় দুল হক ১৭/০৫/২০১৪অসাধারন !খুব সুন্দর।
-
সুরজিৎ সী ১৭/০৫/২০১৪অসাধারন কবিতা । পড়ে খুবই ভালো লাগলো
-
সোহেল রানা বীর ১৬/০৫/২০১৪ভালো