www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুব সুন্দর কিছু শব্দ ও তার ব্যাখ্যা

১. Mozambique এমন
একটি দেশের নাম
যাতে সবগুলো vowel আছে।
২. “a quick brown fox jumps over the
lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর
আছে।
৩. “ i am” সবচেয়ে ছোট
ইংরেজি বাক্য।
৪. “Education” ও “Favourite”
শব্দে সবগুলো vowel আছে।
৫. “Abstemious ও Facetious ”
শব্দে সবগুলো vowel আছে।
মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u)
আছে।
৬. Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ
পরে u আছে।
৭. Rhythm সবচেয়ে দীঘ
ইংরেজি শব্দ যার মধ্যে vowel
নাই।
৮. Floccinaucinihilipilification
সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ
যাতে ১৮টি vowel আছে।
৯. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ
হল A (একটি) ও I (আমি) ।
১০. vowel বিহীন সবচেয়ে ছোট
শব্দ হল By।
১১. Assassination মনে রাখার
সহজ উপায়হল গাধা-গাধা-
আমি-জাতি।
১২. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান
মনে রাখার সহজ উপায় হল
মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
১৩. “Uncomplimentary”
শব্দে সবগুলো vowel আছে।
মজার ব্যাপার হলশব্দের vowel
গুলো উল্টো ক্রমানুসারে ( u-
o-i-e-a) আছে।
১৪. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ
এমন একটি শব্দ যার মধ্যে কোন
অক্ষরের পূনারাবৃত্তি নাই।
১৫. ”study, hijack, nope, deft”
শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর
ক্রমানুসারে আছে।
১৬. “Executive ও Future“এমন
দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর
vowel আছে।
১৭. 80 কে letter marks বলা হ্য়
কারণ L=12, E=5, T=20, T=20, E=5,
R=18(অক্ষরের অবস্হানগত
সংখ্যা) সুতরাং 12 5 20 20 5
18=80
১৮. A1 একমাত্র শব্দ
যাতে ইংরেজী অক্ষর ও
সংখ্যা আছে।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১৪৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ কালেকশন, ধন্যবাদ
  • এস,বি, (পিটুল) ১৬/০৫/২০১৪
    onik kisu janta parlam
  • বিপ্লব সিংহ ১৬/০৫/২০১৪
    খাতায় নোট করে নিলাম কবিবন্ধু।
  • প্রবাসী পাঠক ১৫/০৫/২০১৪
    I am সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য নয়( তবে আমার জানায় ভুল হতে পারে। কারণ I am লিখতে দুইটি শব্দ এবং তিনটি অক্ষর প্রয়োজন হয়। আমার জানামতে Go অথবা No হবে পৃথিবীর সবচেয়ে ছোট সম্পূর্ণ বাক্য।

    WAS IT A CAR OR A CAT I SAW
    ইংরেজি এই বাক্যটা উল্টা করে লিখলেও একই বাক্য হবে।
    WASITACARORACATISAW

    INVISIBILITY একমাত্র শব্দ যেখানে একটি Vowel পাঁচ বার ব্যবহৃত হয়েছে।

    Uncopyrightable সবচেয়ে দীর্ঘ শব্দ যেখানে কোন অক্ষর দুই বার ব্যবহৃত হয় নি ।
  • তাইবুল ইসলাম ১৫/০৫/২০১৪
    পড়লাম
    খুব ভাল লাগল
    তথ্য সমৃদ্ধ
    শুভেচ্ছা নেবেন
    • কবি মোঃ ইকবাল ১৫/০৫/২০১৪
      অনেক ধন্যবাদ তাইবুল ভাই। আমার প্রিয়দের লিস্টের আপনিই একমাত্র ব্লগার, যাকে আমি খুব ভালো জানি।
 
Quantcast