সর্বনাশিনী
এই জীবনে তোমার আসাটা-ই যেন
ছিলো শুধুই অভিনয়,
জীবনটা আমার আজ বড়ই বিরহের
ঘেরা বেদনার আলপনায়।
তুমি এসেছিলে মরিচীকার আলো হয়ে
জ্বালাতে এই মোমের মন,
তুমি ছারখার করেছো এ হৃদয় আমার
নিঃস্তব্ধ করেছো এই জীবন।
মধুময় কথা দিয়ে বারে বারে তুমি
কেড়ে নিয়েছো এই হৃদয়,
বুঝিনি তোমার এই হিংস্র মনের ভাষা
বেঁধেছিলে শুধুই মিছে মায়ায়।
কেনো তুমি এসেছিলে এই হৃদয়ের মাঝে?
কেনো দিয়েছিলে মিছে আশা?
তোমার মাঝে ছিলো কালো মনের জোচ্চুরি
তুমি এ জীবনের সর্বনাশা।
কী ছিলো তোমার মনের অতৃপ্ত চাহিদা?
খুঁজে পাইনি আজো আমি,
এ মনের ঘরেতে জ্বালিয়েছো চিতার অগ্নি
সুখের ভূবনে থেকে তুমি।
ছিলো শুধুই অভিনয়,
জীবনটা আমার আজ বড়ই বিরহের
ঘেরা বেদনার আলপনায়।
তুমি এসেছিলে মরিচীকার আলো হয়ে
জ্বালাতে এই মোমের মন,
তুমি ছারখার করেছো এ হৃদয় আমার
নিঃস্তব্ধ করেছো এই জীবন।
মধুময় কথা দিয়ে বারে বারে তুমি
কেড়ে নিয়েছো এই হৃদয়,
বুঝিনি তোমার এই হিংস্র মনের ভাষা
বেঁধেছিলে শুধুই মিছে মায়ায়।
কেনো তুমি এসেছিলে এই হৃদয়ের মাঝে?
কেনো দিয়েছিলে মিছে আশা?
তোমার মাঝে ছিলো কালো মনের জোচ্চুরি
তুমি এ জীবনের সর্বনাশা।
কী ছিলো তোমার মনের অতৃপ্ত চাহিদা?
খুঁজে পাইনি আজো আমি,
এ মনের ঘরেতে জ্বালিয়েছো চিতার অগ্নি
সুখের ভূবনে থেকে তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৪/০৫/২০১৪sundor
-
আহমাদ সাজিদ ১৪/০৫/২০১৪ভাল প্রচেষ্টা
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১৪/০৫/২০১৪জীবনের রঙ্গমঞ্চে নিত্য মোরা নট-নটী
স্বার্থ হাসিল করতে গিয়ে নাড়ছি নানা কল-কাঠি।
খুব ভালো লেগেছে