এডমিন এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি
"তারুণ্য" একটি অনন্য অনলাইণ ব্লগ হওয়া সত্ত্বেও এখানে সদস্য সংখ্যা খুবই নগণ্য। যদি এই বিষয়ে আমারা সকল ব্লগাররা একত্রিত হয়ে এডমিনের সাথে আলোচনা করি, তাহলে হয়তো একটা সমাধান বের হয়ে আসতে পারে।
এই বিষয়ে ব্লগার পিটুল ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং আমরা এডমিনের শরণাপন্ন হতে চাচ্ছি। আশারাখি আমাদের সকলের প্রচেষ্টায় "তারুণ্য" অনলাইণে একটি জমজমাট ব্লগ এবং বিশ্বকুলের সেরা ব্লগে নাম লিখাবে।
আপনারা সবাই এবং এডমিন দয়াকরে বিষয়টি গুরুত্বসহকারে নিবেন বলে আশাকরি।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
এই বিষয়ে ব্লগার পিটুল ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং আমরা এডমিনের শরণাপন্ন হতে চাচ্ছি। আশারাখি আমাদের সকলের প্রচেষ্টায় "তারুণ্য" অনলাইণে একটি জমজমাট ব্লগ এবং বিশ্বকুলের সেরা ব্লগে নাম লিখাবে।
আপনারা সবাই এবং এডমিন দয়াকরে বিষয়টি গুরুত্বসহকারে নিবেন বলে আশাকরি।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪
-
রেজাউর রাতুল ১৩/০৫/২০১৪তারুণ্য ব্লগে কোন লেখাকে নিউ ট্যাবে ওপেন করা যায় না । এডমিনরা এই দিকটা একটু দেখবেন পরিবর্তন করা যায় কিনা !
-
এডমিন ১৩/০৫/২০১৪খুব জরুরী কাজে ব্যস্ত না হয়ে গেলে প্রতিদিনই বেশ অনেকটা সময় আমি তারুণ্যে থাকি। তবে প্রতিবার এখানে আসা মানেই সবার লেখা পড়ে মন্তব্য করা না। একান্ত প্রয়োজন না হলে এডমিন হিসাবে নাক গলাতে যাই না। আপনারা এখানে আলোচনা করছেন। এর বিষয়বস্তু থেকে এডমিনের করণীয় সম্পর্কে আপনাদের মতামত বুঝার চেষ্টা করছি।
-
রায়হান রহমান ১৩/০৫/২০১৪আ িম আপনা েদর সা েথ আ িছ
-
তাইবুল ইসলাম ১৩/০৫/২০১৪তবে আমি মনে করি এডমিনের পাশাপাশি আমরাও একটু এগিয়ে আসতে পারি
যেমন ধরুন এ ব্লগের link শেয়ার করে যাতে প্রচারনা বাড়ে
তারপর অন্ততপক্ষে প্রতিদিন লিখে -
এস,বি, (পিটুল) ১৩/০৫/২০১৪admin apni jodi dowa kora amak phone dan tahola khub valo hoy,,,
-
এস,বি, (পিটুল) ১৩/০৫/২০১৪ami apnadar satha ase all time,
-
সামসুল আলম দোয়েল ১৩/০৫/২০১৪প্রথম দরকার মান সম্পন্ন লেখা। আসলে এখানে সবাই (বেশিরভাগ) কবিতার আসরের বন্ধুরা। তারা তাই এখানে কবিতা (পুরাতন) পোস্ট করে বেশি। সুন্দর আর তথ্যবহুল লেখা যদি হয় তাহলে সবাই এই সাইটটি পড়তে বাধ্য। আমাদের দরকার সুন্দর লেখা আর সামাজিক যোগাযোগ সাইটে বেশি বেশি শেয়ার করা। তাহলেই এই বল্গটা জনপ্রিয় হয়ে উঠবে।
-
প্রবাসী পাঠক ১২/০৫/২০১৪এডমিনকে ধন্যবাদ এই পোস্টটি স্টিকি করার জন্য। আশাকরি এর মাধ্যমে তারন্যের সকল ব্লগার তাদের মতামত জানাতে পারবেন।
ব্লগের সাফল্যের জন্য টেকনিক্যাল সহায়তার জন্য এডমিন সাহায্য করতে পারেন। কিন্তু এর লেখার মান উন্নয়নের জন্য এডমিনের খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। লেখার মান বাড়ানোর জন্য আমাদের ব্লগারদেরই এগিয়ে আসতে হবে। তবে যে কোন ব্লগ পোস্টে এডমিনের মন্তব্য অবশ্যই ব্লগার এর জন্য অনুপ্রেরণার একটি বিষয়। আশাকরি এডমিন এই দিকটা একটু নজর রাখবেন। এডমিনদের দিক থেকে প্রচেষ্টা কম ছিল না , হৃদয়ে একাত্তর , ব্যাক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখার জন্য ইভেন্ট খোলা হয়েছিল। কিন্তু অংশ গ্রহণ এর হার আশানুরূপ ছিল না।
বেশির ভাগ সময়ই তারুন্য ব্লগটাকে কবিতা নির্ভর ব্লগ মনে হয়। শুধু মাত্র কবিতা দিয়ে একটি ব্লগ চলতে পারে না। কবিদের ছোট করার জন্য বলছি না । কবিতার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে ব্লগে লেখা আসলে অবশ্যই পাঠক আকৃষ্ট হবে এই ব্লগের প্রতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্লগের ব্যাপারে প্রচারণা করা যেতে পারে। প্রচারেই প্রসার। -
এডমিন ১২/০৫/২০১৪ভাল প্রস্তাবনা। আমরাও চাই তারুণ্যে ব্লগিং জমে উঠুক। সেজন্য কি কি ব্যবস্থা নেয়া যেতে পারে আপনারা মতামতের মাধ্যমে এখানে জানাতে পারেন। আমরা বিবেচনা করে দেখবো তার কোনটা বাস্তবায়ন সম্ভব হয় কিনা।
-
প্রবাসী পাঠক ১২/০৫/২০১৪আপনাদের এই চমৎকার উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি। তবে এই ব্লগের এডমিন এর কাছ থেকে কতটুকু সহায়তা পাবেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান। এডমিন এর দেয়া পোস্টগুলোও দেখতে পারেন, সেখানে সাধারণ ব্লগারদের কমেন্ট এর রিপ্লাইও পাবেন খুব কম। মাঝে মাঝে মনে হয় এডমিন সপ্তাহে হয়ত একবার ব্লগে ভিজিট করেন। তা না হলে আপনার এই লেখাটা স্টিকি করা হত।
তারুন্য ব্লগ এ একদম শুরুর দিকে যতটা প্রাণচাঞ্চল্য ছিল তার দশ ভাগের এক ভাগও এখন অবশিষ্ট নেই। একটি ব্লগ সাইট টিকে থাকতে হলে লেখক এবং পাঠক দুইটি সত্তার উপস্থিতির প্রয়োজন হয়। কিন্তু দুঃখের বিষয় তারুন্যে আমরা শুধু মাত্র লেখক হয়েই আছি, পাঠক এখানে অনুপস্থিত।
তারুন্যে লেখার বিষয়বস্তুর বৈচিত্রের অভাবও পাঠক সল্পতার অন্যতম কারণ। কবিতা আর গল্প ছাড়া তথ্যভিত্তিক লেখার সংখ্যা নগণ্যের চেয়েও নিচে।
মুক্ত আলোচনার পথ উন্মুক্ত থাকলেও এখানে আলোচনা অনুপস্থিত। এখন তাও কিছুটা কমেন্ট আসে পোস্টে, যদিও এটা বাধ্যবাধকতার কারণে। ব্লগের গত সাত দিনের কমেন্টগুলো একটু পর্যবেক্ষণ করে দেখুন - ভাল লাগল , ভাল হয়েছে কিংবা ধন্যবাদ এর মধ্যেই সীমাবদ্ধ। এই কমেন্টগুলো যদি ভাল লাগার মধ্যে সীমাবদ্ধ না থেকে কবিতার বিষয়বস্তু কিংবা শব্দ বিন্যাসের উপর আলচনামুলক কমেন্ট হত তাহলে পোস্ট দাতার যেমন উপকার হত পরবর্তী পোস্ট দিতে। ঠিক তেমনি ব্লগের প্রান চঞ্চলতা আসত।
এডমিনের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরাই উদ্যোগী হই। আমরা চেষ্টা করলেই হয়ত এই ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। -
আশিক রহমান ১২/০৫/২০১৪moru vumite jemon ,
thekena kono pran.
ey blog te temon,
pelam na kono dam.
jotoi kori likha likhi,
shudu hi hello te biddoman.
kemon kore briddi pabe,
bloger atto somnan.??
So, requesting to you(admin), take some decision to improve this blog immediately and special thank to Ikbal vai for that. -
এস,বি, (পিটুল) ১২/০৫/২০১৪আমরা একটু চেষ্টা করলেই পারি বাঙলা সাহিত্যকে ধরে রাখতে, বাঙলা কবিতা ধরে রাখতে, বাঙলা গল্পকে ধরে রাখতে, আমাদের একটু চেষ্টাই তারুন্যকে ধরে রাখতে পারে, তাই আসুন সবাই সবার বন্ধু বান্ধবদের ইন,ভাইট করে আমাদের তারুন্যকে কবিতা/গল্পে ভরে রাখি।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১২/০৫/২০১৪খুব ভালো উদ্যোগ। পাশে আছি।
-
এস,বি, (পিটুল) ১২/০৫/২০১৪thanks
করে বলছি, এই তারুণ্য ব্লগ টি আর কখনোই
জমজমাট হবেনা। এর কারণ অনেক গুলো।
আমি যখন এখানে আসি তখন
মোটামুটি কিছুটা হলেও সতেজ
ছিলো। অনেক ই
ভালো ভালো লেখা দিতেন মন্তব্যও
করতেন সবাই সবার পোস্টে। কিন্তু
ধীরে ধীরে সবাই ঝিমিয়ে পড়ে। এর
কারণ এই সাইটের এডমিনের অক্ষমতা।
তিনি মোটেই এই
সাইটটি নিয়ে ভাবেন না। এতো সুন্দর
একটি সাইট ভালো মানুষের
হাতে পড়লে তরতর
করে এগিয়ে যেতো।
আগে ভালো ভালো কিছু
প্রতিযোগিতা ছিলো তা একবার
দিয়েই বন্ধ। আগে একটি পোস্ট এ কম
করে হলেও দশ বিশটি কমেন্ট হতো। এখন
কমেন্ট নেই এমন অনেক পোস্ট ই আছে।
আগে দৈনিক কতগুলো পোস্ট হতো এখন
কয়টি হয় সেটা দেখলেই
বুঝতে পারবেন এই সাইটটির
জনপ্রিয়তা কত হ্রাস পেয়েছে। মোট
কথা এডমিন সময়
দিতে না পারলে যারা নিয়মিত
এখানে সময় দেন তাদের এডমিন
করা হোক। কমপক্ষে দু চারজন নিয়মিত
দেখাশোনা করলে খুব শীগ্রই
এটি জনপ্রিয়তা ফিরে পাবে।
জানি না এতো কঠিন কমেন্ট টি শেষ
পর্যন্ত থাকবে কিনা।