অলীক সুখের মোহ
সুখের সমুদ্রে স্নান করে দেখেছি
তৃপ্তিসাধন আমার হয়নি,
কষ্টের জলদিতেও সাঁতার কেটেছি
অপূর্ণতা আমার রয়নি।
সুখের পেছনে সময়কে ফেলেছিলাম
মিছে কারনে হারিয়ে,
ঐ অলীক সুখ আজ আমায় দিয়ে গেল
কষ্টের আগুনে পুড়িয়ে।
কপালের লিখনে হয়তোবা সুখের বিপরীতে
কষ্টটা আপন করেছে আমায়,
তাহলে কী আর বুঝতে পারতাম আমি
ঐ সুখের আসল পরিচয়।
সুখকর মোহে নিজেকে বিলীন করেছিলাম
শূণ্যটাই মিলেছিল আমার,
কষ্টজীবী হয়ে বেঁচে থাকবো আমি
সুখের সাধন হোক তোমার।
তৃপ্তিসাধন আমার হয়নি,
কষ্টের জলদিতেও সাঁতার কেটেছি
অপূর্ণতা আমার রয়নি।
সুখের পেছনে সময়কে ফেলেছিলাম
মিছে কারনে হারিয়ে,
ঐ অলীক সুখ আজ আমায় দিয়ে গেল
কষ্টের আগুনে পুড়িয়ে।
কপালের লিখনে হয়তোবা সুখের বিপরীতে
কষ্টটা আপন করেছে আমায়,
তাহলে কী আর বুঝতে পারতাম আমি
ঐ সুখের আসল পরিচয়।
সুখকর মোহে নিজেকে বিলীন করেছিলাম
শূণ্যটাই মিলেছিল আমার,
কষ্টজীবী হয়ে বেঁচে থাকবো আমি
সুখের সাধন হোক তোমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীরব রাজ ১৩/০৫/২০১৪ভালো হয়েছে ...।
-
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪Apnar facebook id ta ki pawa jaba